বড়সড়োয়ায় কর্মসূচি দিল্লি দরবারে বকেয়া প্রাপ্তির জন্য। তৃণমূল তার এক সপ্তাহ আগে প্রস্তুতি শুরু করে দিয়েছিল।ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ লক্ষ্য চিঠি সংগ্রহ করা হয়ে গিয়েছে। সেই চিঠিতে একটি মাত্রই দাবি তা হল ১০০ দিনের বকেয়া কাজের টাকা মেটাতে হবে। সেই চিঠি জমা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের কাছে।
২ তারিখ রাজঘাটে ধনা তৃণমূলের তরফ থেকে। দুপুর দুটো পর্যন্ত সেখানে অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যোগ দেবেন। ৩ তারিখে জয়ন্তর মন্তরে আবারো ধরনা দেয়ার পরিকল্পনা রয়েছে। হাতে রয়েছে ৫০ লক্ষ চিঠি এই চিঠি সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
এই সপ্তাহের শেষে এই কর্মসূচি নিয়ে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি তিনদিনের ৫০ লক্ষ চিঠি নিয়ে বকেয়া টাকা মেটানোর দাবিতে দিল্লিতে আন্দোলন চালানো হবে।