ভারত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করলো। এই পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। গুলিস্তানের নেতা খুনের জেরিমেই কানাডাকে জোর ধাক্কা দিল ভারত। যদিও নয়া দিল্লি সরকারিভাবে কিছু ঘোষণা করেনি। ভিসা পরামর্শদাতা জানিয়েছে আপাতত বেসরকারিভাবে ভিসা পরিষেবা বন্ধ রয়েছে।
হঠাৎ করে বৃহস্পতিবার জানা গেল ভারত কানাডা নাগরিকদের আর ঢুকতে দেবে না। বিএল এস নামক এক বেসরকারি সংস্থার তরফ থেকে জানানো হয় প্রক্রিয়াগত কারণে আপাতত কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া যাবে না। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে ভারত এবং কানাডার দীপক এর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।
ভারত সরকারের কাছেই নাকি খুন হয়েছে কানাডা নাগরিক এক খলিস্তানের জঙ্গি। হরদীপ সিংহ নির্জর পার্লামেন্টে দাঁড়িয়ে একথা জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুড। তারপরে কানাডা থেকে বহিষ্কার করা হয় ভারতের গোয়েন্দা প্রধান কে। সে ক্ষেত্রে আমেরিকার সহ বেশ কয়েকটি দেশকে ভারতের বিরুদ্ধে নিন্দার জন্যও উসকেছে।