বৃহস্পতিবার টেলিভিশনের ধারাবাহিকের TRP প্রকাশিত হয়। গত কয়েক সপ্তাহ ধরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী” প্রথম স্থানে ছিল। কিন্তু এই সপ্তাহে এই ধারাবাহিক প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানে আসতে পারেনি।
এই খবরে হতাশ হয়েছেন “জগদ্ধাত্রী”র অনুরাগীরা। তারা জানতে চান, হঠাৎ কী এমন হল যে এই ধারাবাহিক TRP তালিকায় পিছিয়ে পড়ল।
ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক এই বিষয়ে বলেন, “যখন আমরা প্রথম স্থানে ছিলাম, তখনও আমি খুব বেশি উৎফুল্ল হয়নি। আর যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা ধারাবাহিকের মধ্যে TRP-এর পার্থক্য খুব একটা নয়। তাই এই বিষয়ে আমি খুব বেশি চিন্তা করি না। আমাদের গল্প দর্শকদের ভালো লাগছে, সেটাই বড় কথা।”
অঙ্কিতার কথা সত্যি। সাম্প্রতিক সময়ে TRP-এর কারণে অনেক ধারাবাহিক অল্পদিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে দেখা গেছে। কিন্তু “জগদ্ধাত্রী”র ক্ষেত্রে সেই সমস্যা দেখা যায়নি। এই ধারাবাহিকটি এক বছরেরও বেশি সময় ধরে চলছে। দর্শকদের মধ্যে এই ধারাবাহিকটির গল্পের প্রতি এখনও উৎসাহ রয়েছে। তাই এই বিষয়ে অঙ্কিতা খুশি।