ভারত

বুধবার পরবর্তী বৈঠক ইন্ডিয়ার, সেদিনই অভিষেককে তলব ইডির!

 

ইডি তাকে বিরোধী জোটের সমন্বয়ের কমিটির বৈঠকের দিনে তলব করেছে। এই অভিযোগই করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রবিবার রাতে নিজের এক্স হঅ্যান্ডেলে লিখেছেন,” ইন্ডিয়া সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যে কমিটির আমিও একজন সদস্য। কিন্তু ঐদিন আমাকে ইডি তলক করেছে। এইমাত্র নোটিস পেলাম। 56 ইঞ্চির ছাতির কাপুরুষতা এবং অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয় আর পারছিনা।”

অভিষেক নিজের twitter হ্যান্ডেইলে ফিয়ার ইন ইন্ডিয়া হ্যাশ ট্যাগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন। গত 31 আগস্ট এবং এক সেপ্টেম্বর যে বিরোধী জোটের বৈঠক বসেছিল সেখানে সমন্বয় গঠন করা হয়েছিল কমিটির। উল্লেখ্য বিরোধী জোটের বৈঠক রাজধানীতে যেদিন বসবে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন এবং দুবাই সফরে বাইরে থাকবেন।

মনে করা হচ্ছে ইডির নোটিসের বিরুদ্ধে অন্য দলগুলি সরব হতে পারে। বিরোধী জোটের তৎপরতায় যে নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন তা নিজের টুইটার হ্যান্ডে তুলে ধরেছেন অভিষেক। যদি এখনো স্পষ্ট নয় ইডির দপ্তরে অভিষেক যাবেন কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.