অফবিট

শুনতে পান না এক কানে, তবুও আইএএস হয়ে সবাইকে হতবাক করে দিয়েছিলেন এই তরুণী!

 

মাত্র ১৬ বছর বয়সে শ্রবণ ক্ষমতা হারিয়েও অদম্য জেদের জোরে ভারতের অন্যতম কঠিন পরীক্ষা সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই সফল হন সৌম্যা শর্মা। মাত্র চার মাসের প্রস্তুতি নিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন।

Related Articles

দিল্লিতে জন্মগ্রহণ করা সৌম্যা ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিলেন। স্কুল পাশের পর তিনি ন্যাশনাল ল স্কুলে আইনের পঠনপাঠনে ভর্তি হন। 2017 সালে তিনি ইউপিএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু হাতে তখন মাত্র চার মাস ছিল। তাই তিনি নিজেই বাড়িতে পড়াশোনা শুরু করে দেন।

সৌম্যা হিয়ারিং এডের (Hearing Aid) মাধ্যমে শুনতে পারেন। কিন্তু তিনি কখনোই তার শারীরিক প্রতিবন্ধকতাকে তার লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে দেননি। তিনি অক্লান্ত পরিশ্রম করে চার মাসের মধ্যে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেন।

সৌম্যার সাফল্য তার নিজের অধ্যবসায়, পরিশ্রম এবং দৃঢ় মনোবলের প্রমাণ। তার সাফল্যের গল্প আমাদের শেখায় যে, কোনও প্রতিবন্ধকতাই আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। যদি আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকি, তাহলে আমরা সবকিছুই সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.