ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে এই বিষয়ে কোনোরকম মন্তব্য যদিও করা হয়নি। কিন্তু সত্যিই যদি সংবিধান সংশোধন করা হয় তাহলে কোথা থেকে বাদ পড়বে ইন্ডিয়ার নাম। কোথায় কোথায় পরিবর্তন হবে এই নিয়েই শুরু হয়ে গিয়েছে জল্পনা।
জি ২০ শীর্ষ বৈঠকে অংশ নেয়ার রাষ্ট্র নেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণ পত্র আসার পরেই বেড়েছে জল্পনা, মনে করা হচ্ছে নরেন্দ্র মোদির লোকসভা ভোটের আগেই ইন্ডিয়া ছেটে ভারত নামকরণ করবেন। এ ধরনের সংবিধান সংশোধনের জন্যই এক জল্পনা দানা বেঁধেছে যে ১৮ থেকে ২২ শে ডিসেম্বরে এক অধিবেশন ডাকা হয়েছে।
২০২৪ এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বদলে অন্য কোন নামে হতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এর পাশাপাশি আবার ইন্ডিয়ার সমস্ত নথিপত্রে ইন্ডিয়ার বদলে ভারত করা হবে কিনা সে নিয়ম চলছে তুমুল জল্পনা। পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট ইত্যাদি নাম পরিবর্তন করতে কতদিন সময় লাগবে বা কত টাকা খরচা হবে।