তৃণমূল সাংসদ নুসরাত জাহান ইডি তলব নিয়ে মুখ খুললেন। তবে যাই হয়ে যাক না কেন তিনি তদন্তকারী সংস্থাকে সাহায্য করবেন। তবে তিনি এখনো চিঠি পাননি বলে দাবি করেছেন। কয়েক মাস আগেই বিজেপি নেতার শঙ্কু দেব পান্ডা কয়েকজনকে নিয়ে ইডির দপ্তরে পৌঁছেছিলেন। সোনা গিয়েছিল নুসরাত জাহান ফ্ল্যাটের নাম করে কুড়ি কোটি টাকার প্রতারণা করেছেন।
এখন তারা টাকা ফেরত চান। ইডি পুরো বিষয়টি খতিয়ে দেখছে। নুসরাত প্রেস কনফারেন্সে জানান তিনি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন সংশ্লিষ্ট পদে তিনি ডিরেক্টর থাকাকালীন ঋণ নিয়েছিলেন কিন্তু তা সময়ের মধ্যে শোধ করে দিয়েছিলেন। ২০১৭ সালে তিনি সেই সংস্থার পর থেকে ইস্তফা ও দেন।
তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন সব রকম সহযোগিতা তিনি করবেন। যথাযথ কাগজ পেশ করতে হলে তিনি তা করবেন। তবে তা সত্বেও তাকে ইডির স্ক্যানাররে পড়তে হলো। তবে নুসরাত সাপ জানিয়ে দিয়েছেন তিনি কোন রকম চিঠি পাননি। চিঠি পেলে তিনি চিঠি পেলে নিশ্চয় সহযোগিতা করবেন।