অখিল ভারতীয় হিন্দু মহাসভা বিজেপির বিরুদ্ধে করা সমালোচনা করলেও মুখ্যমন্ত্রী মমতার পাশে দাঁড়িয়ে। রীতিমতো তুলনা করলেন বিজেপিকে তাদের নেতা চন্দ্রচূড় গোস্বামী বরাবরই মমতাকে মাতৃসমা বলে তার পাশে থেকে। তারা বললেন বিজেপি চায় বাংলা কে ভাগ করতে কিন্তু তারা কোনভাবেই বঙ্গভঙ্গ করতে দেবেন না।
মুখ্যমন্ত্রী তাদের বক্তব্য শুনে জানান তাদের যদি কোন প্রয়োজন হয় তাহলে মমতা তাদের পাশে আছেন। বাংলার দিন ঠিক করা নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেয় নি বিজেপি। তবে অখিল ভারতীয় হিন্দু সভা যোগ দিয়েছিল। আবার বিজেপির অবস্থান কেউ যে তারা সমর্থন জানাচ্ছেন এমনটা নয়।
তিনি জানান পহেলা বৈশাখ বাংলা দিবস পালন করার জন্য তারা রাজি আছে কিন্তু হিন্দু মুসলিম সবার কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। জাতি ধর্ম নির্বিশেষে একটি বিশেষ দিন আলোচনা করা হয়। কুড়ি জুনের একটি রক্তাক্ত ইতিহাস আছে।তাই ওই দিনকে বাংলার মানুষ কখনোই জন্মদিন হিসেবে মেনে নিতে পারবেনা।