যাদবপুর ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানো নিয়ে যাদবপুরের উপাচার্যের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সংসদ ফেটসুর সদস্যরা। তাদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে স্টেক ফোল্ডারদের সঙ্গে কোন রকম বৈঠক না করে কিভাবে যাদবপুরে সিসি ক্যামেরা বসানো হবে। অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব এর সঙ্গে পরে কলা বিভাগের অফসুর সঙ্গেও বচসা হয়।
ফেটসুর সদস্যরা স্বরলিপি জমা দেয় সোমবার উপাচার্যদের ঘরে। তার মধ্যে অন্যতম দাবি রইল কোনরকম বৈঠক ছাড়া যাদবপুর ক্যাম্পাসে কোনরকম সিসি ক্যামেরা বসানো যাবে না। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তারপর প্রত্যক্ষদর্শীদের দাবি তিনি রেগে বেরিয়ে যান ঘর থেকে।
গত নই আগস্ট যাদবপুর হোস্টেলের মেইন ক্যাম্পাসে তিন তলা থেকে এক ছাত্র পড়ে মারা যায় রেগিংয়ের অত্যাচারে এমনটাই দাবি করা হচ্ছে। শীঘ্রই দশটি এই জায়গা চিহ্নিত করা হয়েছিল ২৬ টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মাঝে ছাত্রদের দাবি স্টেক হোল্ডারদের সঙ্গে ছাত্র বৈঠক করতে হবে।