সন্তুষ্ট নয় লালবাজার লিপ্সান বাউন্সের ইডির মামলায়। সেজন্যই পুলিশের তরফ থেকে মেইল করে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে ইডিকে। লালবাজারে গিয়েই ফাইল ডাউনলোড এর ব্যাখ্যা স্পষ্ট করে জানাতে হবে পুলিশকে এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
এডি তরফ থেকে উল্টে মেল পাঠিয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় যে তাদের তরফ থেকে যাওয়া হবে না কারণ তারা মনে করছেন ব্যাখ্যা দেয়ার মতন কোন কারণ নেই। তারপরেই নানা মহলে প্রশ্ন উঠে থাকে তদন্তের নামে পুলিশ আধিকারিক কেউ কেন্দ্র সংস্থা ইডি তদন্ত করতে ছাড়ে না সেখানে পুলিশ জেরা করলেই সমস্যা।
লিপসন বাউন্স এর আধিকারিক চন্দন বন্দ্যোপাধ্যায় কে সোমবার ইডির তরফ থেকে তলপ করা হয়েছে। এই দিন তিনি ইডির দপ্তরে যান। তাকে নানান রকম ভাবে জেরা করা হয়েছে। সোমবার চন্দন লাল বাজারে অভিযোগ জানিয়েছেন যে তদন্তের সময় এই দুই কম্পিউটারের ১৬ টি অন্য ফাইল ডাউনলোড করে কম্পিউটারকে বিকৃত করেছে।