পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবারে র্যাগিং গ্রুপে টোল ফ্রি নম্বর চালু করল। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটির সঙ্গে বৈঠকে এই কথা ঘোষণা করলেন। তিনি বললেন, ” লালবাজারে সারা রাজ্যের জন্য একটি টোল ফ্রি নম্বর করা হয়েছে। সেই নম্বরটি হল-১৮০০৩৪৫৫৬৭৮। এটা ২৪ ঘন্টা খোলা থাকবে।” মুখ্যমন্ত্রী জানান যাদবপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতেই এই নম্বর খোলা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায় অনেক কিছুই আমাদের চারিপাশে ঘটে যাচ্ছে কিন্তু ছাত্রছাত্রীরা ভয় বলতে চায় না। অন্ধ্রপ্রদেশেও এমন ঘটনা ঘটেছে। তিনি এই পুরো ব্যাপারটাই সিআইডির হাতে তুলে দিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রীকে যাদবপুরের মৃত্যুকান্ড নিয়ে অনেকবার মুখ খুলতে দেখা গিয়েছে এবারে তিনি যাদবপুর কে বললেন আতঙ্কপুর। এর দায়ভার সম্পূর্ণটাই তিনি চাপিয়েছেন সিপিএমের ওপর।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা কর্মস্থলে কোথাও যদি কোন রেগিং হয় তাহলে নির্ভয় সেই ছাত্র-ছাত্রী বা ব্যক্তি এই টোল ফ্রি নাম্বারে ফোন করে জানাতে পারে। তার কথায় তাদের সময় র্যাগিং ছিল না কিন্তু এখন যত দেশ উন্নতি হচ্ছে তত অধঃপতনে যাচ্ছে। তার কথা ১০০% নাম্বার পেলাম তাহলে ভালো মানুষ হওয়া যায় না। মানবিক দিক থেকে ভালো হওয়াটা আগে জরুরী।