রাজ্য বিজেপি বাংলার আপন উৎসব দুর্গাপূজায় দলীয় নেতাদের আরো ঘনিষ্ঠ সংযোগ চায়। সেই মর্মে নির্দেশ দিয়েছে বুধবার দিন জেলায় জেলায় দলীয় নেতাদের কাছে। বিজেপি তরফ থেকে জানানো হয়েছে দুর্গা পুজোয় দলের সঙ্গে কমিটিদের নিবিড়ভাবে যুক্ত হতে হবে। রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে দলীয় নেতাদের প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে হবে। তাই এই প্রচার আগে থেকে শুরু হয়ে গিয়েছে।
দূর্গা পূজা উপলক্ষে প্রতিবছর ক্লাবগুলিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে অনুদান দেন। দূর্গা পূজো থেকে শুরু করে উদ্বোধন বিসর্জন সমস্ত টাই থাকে রাজ্যের শাসকদলের নিয়ন্ত্রণে। শুধু কলকাতা নয় রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও দলীয় নেতাদের প্রত্যেকটা নিজস্ব পূজো আছে। এবারে সেই পুজোতেই সক্রিয়ভাবে অংশ নিতে চাইছে রাজ্য বিজেপি।
গত কয়েক বছর ধরে বিজেপি পুজো করে আসছে। এবারের সেই পুজো হবে কিনা তা নিয়ে এখনো স্পষ্ট নয় কেউ। এবছর এক নেতার উদ্যোগে কলকাতায় বিজেপির তরফ থেকে পুজো হবে আর সেই নির্দেশিকা ও প্রত্যেকটা জেলায় জেলায় পাঠানো হয়েছে।