স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিকটি সম্পূর্ণ অন্যরকম একটি ধারাবাহিক।রামপ্রসাদ ও তার বাড়ির সকলেই গিয়েছে রাজামশাইয়ের বাড়িতে গান গাইতে। কিন্তু গান গাওয়ার আগে এমন ভাবে কিছু ওষুধ খাইয়ে দিয়েছে আজও মশাই রামপ্রসাদ কে যে তার কাশি কিছুতেই থামছে না।
সর্বানি রামপ্রসাদের জন্য ভাত বেড়ে দিয়েছে ঠিকই কিন্তু রামপ্রসাদ দেখছে তাদের ঘরে চাল বাড়ন্ত। তাই সর্বানির জন্য সে বলে উঠল তার ক্ষিদে নেই তাকে রাজা মশাই অনেক কিছু খাইয়ে পাঠিয়েছে। তখন সর্বানি বলে তার নাম করে যখন বেরে ফেলা হয়েছে সে যেন একটু খায়। কিন্তু রামপ্রসাদ বলে খাবার ঢাকা দিয়ে রাখতে সে এখন খেতে চাইছে না।
রামপ্রসাদের দাদুকে হঠাৎ করে কিভাবে যেন বস করে ফেলেছে বাড়িতে আসা সেই মা প্রতিষ্ঠিত শিলা ঠাকুর ঘর থেকে বার করা কখনোই যায় না তা জানানোর সত্ত্বেও সে বশ করিয়ে ঠাকুর ঘর থেকে বার করিয়া আনলো।