প্রযুক্তির সাথে আপ টু ডেট থাকার জন্য, এখন থেকে হাওড়া স্টেশনে হলুদ ট্যাক্সির সাথে মিলবে ‘যাত্রী সাথী’ অ্যাপ ব্যবহার করে বুক করা অ্যাপ ক্যাব। ফলে স্টেশনে প্রিপেইড ট্যাক্সি বুথ বন্ধ হয়ে যাচ্ছে।
রাজ্য পরিবহণ দফতরের এই পদক্ষেপ যাত্রীদের জন্য আরও সুবিধাজনক করার লক্ষ্যে। পূর্বে, যাত্রীদের প্রিপেইড ট্যাক্সি বুথ থেকে ট্যাক্সি বুক করতে হতো বা ওলা এবং উবারের মতো অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা ব্যবহার করতে হতো। নতুন ‘যাত্রী সাথী’ অ্যাপ যাত্রীদের ট্রেন বা স্টেশনের ভেতর বসেই ট্যাক্সি বুক করতে দেবে।
উদ্যোক্তাদের দাবি, ওটিপি কোড দেখিয়ে দ্রুত ট্যাক্সি খুঁজে পাওয়া যাবে। যাইহোক, অ্যাপটি ব্যবহার করার আগে, এটি আপনার মোবাইল ডিভাইসে ডাউনলোড করতে হবে। প্রাথমিকভাবে, নতুন পরিষেবা নিয়ে কিছু সমস্যা ছিল। বুথের দায়িত্বরত কর্মীরা বিষয়টি স্বীকার করে কয়েকদিনের মধ্যে সমাধান করা হবে বলে আশ্বাস দেন।