রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দিল। মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন বুধবার একটি বডিগার্ড লাইনের অনুষ্ঠানে। সেখান থেকেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন ভাঙ্গড়কে কলকাতা পুলিশের আওতায় আনার জন্য। ভাঙ্গরের এই ধারাবাহিক অশান্তির কারণে এমন সিদ্ধান্ত।
ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন। তার কথা অনুযায়ী বারইপুর জেলা পুলিশ কাশিপুর থানা কাজ করতে পারছে না মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ তাতেই সিলমোহর দিল। তার পাশাপাশি তিনি আবার জানিয়েছেন পুলিশ যদি ভাঙ্গন নিয়ন্ত্রণের চেষ্টা করে তা তিনি বিধায়ক হিসেবে মেনে নেবেন না। পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক হিংসায় ভাঙ্গর উত্তপ্ত হয়ে গিয়েছিল। পুলিশকে লক্ষ্য করে একাধিকবার হামলা হয়েছে এমনকী প্রাণহানীর খবর উঠে এসেছে।
পঞ্চায়েত ভোটের কিছুদিন পরেই নওশাদ ১৪৪ ধারা উঠিয়ে নেওয়ার আরজি করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। আবার নওশাদ জানিয়েছেন,” ভাঙ্গরে অশান্তি থামাতে নয়, বিরোধী দল যাতে প্রবেশ করতে না পারে তার জন্যই ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেই ধারার জন্য আমি নিজে বিধানসভা কেন্দ্রে ঢুকতে পারিনি। এখন তৃণমূল বিধায়ক এসব কথা বলে ভাঙনের মানুষদের কাছ থেকে ক্ষোভ সরাতে চাইছেন।”