মণিপুরের হিংসা নিয়ে বিরোধীদের সহযোগিতা চাইলেন অমিত শাহ সংসদে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খঙ্গে এবং লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে সহযোগিতার জন্য বললেন। নিজেই টুইট করেছেন অমিত শাহ জানিয়েছেন তিনি বিরোধী দলনেতা মল্লিকার্জুন এবং লোকসভার বৃহত্তম বিরোধীদল কংগ্রেসের দলের নেতা অধীর রঞ্জনের কাছে চিঠি দিয়ে সহযোগিতা জন্য চেয়েছেন।
আসলে অমিত শাহ বিরোধী দলনেতা বলে উল্লেখ করায় মর্যাদা দেননি বলেই এমনটা অভিযোগ উঠেছে এবারে। ধারাবাহিকভাবে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলেরা সেই কারণে ৫ দিন ধরে দফায় দফায় মলতুবী হয়েছে লোকসভা এবং রাজ্যসভায়। এই সময় অবশ্য অমিত শাহের চিঠি চাপের মুখে সামঝোতা করা বলেই মানা হচ্ছে।
মনিপুরে প্রায় তিন মাস পূর্বে দুই মহিলাকে বিব্রস্থ করে ঘাটানোর অভিযোগে আন্দোলন করেছেন বিরোধীদল নেতারা। কিন্তু বিরোধীদল নেতাদের মনে হচ্ছে বিজেপিরা কোনভাবেই এই আলোচনা চান না। তাদের মনে হচ্ছে খবরের শিরোনামে থাকার জন্য অমিত সাহা এইসব করেছে।