বিনোদন

ফরজানার সাথে কি সত্যিই একত্রবাস করেন রেখা? আত্মজীবনী বেরোতেই বিতর্ক তুঙ্গে! এবার মুখ খুললেন বইয়ের লেখক

রেখা, ষাটের দশকের শেষের দিকে একজন সুপরিচিত অভিনেত্রী। তিনি সবসময় তারুণ্যের চেহারা বজায় রেখেছেন এবং তার ভক্তদের মুগ্ধ করে চলেছেন।

সম্প্রতি সিনেমার পর্দায় উপস্থিত না হওয়া সত্ত্বেও, তার ব্যক্তিগত জীবন তার পেশাগত জীবনের চেয়ে বেশি আলোচিত হয়েছে। তিনি অমিতাভ বচ্চনের সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এমন জল্পনায় শোনা গেছিলো এককালে।

তবে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করে সেসব গুজবে ইতি টানেন রেখা। তবে দুর্ভাগ্যবশত বিয়ের মাত্র সাত মাস পরেই আত্মহত্যা করে নেন মুকেশ। এরপর থেকে রেখা অবিবাহিত। তারপর থেকে তার সহকারী ফারজানাই তার একমাত্র সঙ্গী, যার সাথে তার সম্পর্কের গুজব ছড়িয়েছে সম্প্রতি, যার সূত্র নাকি রেখার জীবনী ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ (2016)।

লেখক দাবি করেছেন যে ফারজানা বহু বছর ধরে রেখার সঙ্গী ছিলেন সেকথা বইতেও রয়েছে কিন্তু , তাদের সম্পর্কের কোনো উল্লেখ তার বই কেনো পাণ্ডুলিপিতে নেই! সংবাদমাধ্যমটি তাদের এই ভুল সংশোধন করে না নিলে লেখক ইয়াসের তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বাধ্য হবেন এমনটাও জানিয়েছেন। রেখা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.