তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে একুশে জুলাই অর্থাৎ শুক্রবার ও কলকাতার জনসম্মেলনী হতে চলেছে। সেই কারণে কলকাতা পুলিশ আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। একুশে জুলাই কলকাতার বিভিন্ন অংশে যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। এর ফলেই শহরে একাংশ অচল হয়ে যাওয়ার আশঙ্কা। খুব প্রয়োজন না হলে তৃণমূলের জন সমাবেশে যোগদান না করতে চাইলে বাড়ি থেকে না বেরোনোই ভালো।
ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে একুশে জুলাই কোন পথ বন্ধ থাকবে কোন দিকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। নিয়ন্ত্রণের খুঁটিনাটি সমস্তটাই জানিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আর্মাস্ট্রিটে উত্তর থেকে দক্ষিণ, কে ছিলেন থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত, বিবি গাঙ্গুলী শ্রীডে পূর্ব থেকে পশ্চিম, রবীন্দ্র সরণীতে উত্তর থেকে দক্ষিণে এছাড়াও বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এছাড়াও এজেসি বোস রোডে, ভিক্টোরিয়া মেমোরিয়াল এর কাছাকাছি, ক্যাথিড্রাল রোড এর এলাকায় হসপিটাল রোডে এছাড়াও আরো বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না। শুক্রবার দিন শহরে কোন ট্রাম চলবে না। এই দিন তৃণমূলের মিছিলে ভোর চারটি থেকে রাত ৮ যে কোন রকম গাড়িতেই বাধা দেয়া যেতে পারে। এছাড়া প্রচুর মাছ উঠিয়ে দেওয়া হবে বাইরে থেকে বহু লোক এসে এই সমাগমে জড়ো হবেন।