সকাল ৭টায় পঞ্চায়েত ভোট শুরু হলেও কমিশনার রাজীব সিং প্রায় তিন ঘণ্টা পরে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে আসেন।কমিশনের অন্যান্য কর্মকর্তারা সকালে তার অবস্থান এবং তার প্রত্যাশিত আগমনের সময় সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য দিতে পারেনি।
নির্বাচন কমিশন কার্যালয় সকাল থেকেই ফাঁকা, দফতরে একাধিক অভিযোগ পেলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য সকালে অফিসে পৌঁছালেও বাকি কর্মীরা পরিস্থিতি সামাল দিতে পারছেন না। এটা লক্ষ্য করা গেছে যে অনেক ভোটকেন্দ্রে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই এবং সিভিক ভলান্টিয়াররা নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলে খবর পাওয়া গেছে।
ভোট শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জেলায় সহিংসতা ও একাধিক খুনের খবর পাওয়া গেছে। কোন জেলায় সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে জানতে চাইলে কমিশন কর্মকর্তারা বলেন যে সব জেলা থেকে অভিযোগ আসছে এবং পার্থক্য করা কঠিন। পরিস্থিতি সামাল দিতে সমস্যায় পড়েছেন কমিশনের কর্মকর্তারা।