পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন কোচবিহারে চাঁদমারিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করে এসেছেন। আর তার ২৪ ঘন্টা বেরোতে না পেরে ওতেই অশান্তি শুরু হয়ে গিয়েছে দিনহাটায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের গুলি বৃদ্ধ হয়ে, আহত রয়েছেন চারজনের। শাসক দলের অভিযোগ বিজেপিরা তাদের ওপর চড়াও হয়ে এমন আক্রমণ করেছে। যদিও সম্পূর্ণভাবে অস্বীকার করেছে গেরুয়া শিবে শাসকদলের আনা এই অভিযোগে।
স্থানীয় সূত্র মারফত খবর, মঙ্গলবার সকালেই অশান্তির খবর পেয়ে দিনহাটায় পুলিশ পৌঁছে যায়। ঘটনাস্থলে মৃতদেহটিকে সরিয়ে ফেলা হয় এবং আহতদের কোচবিহার মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয়। দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন,” ওপার থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এই ঘটনাটি ঘটিয়েছে বিজেপি। অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছে।”
যদিও শাসক দলের আনা অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন দিনহাটা সীমান্তবর্তী এলাকায় এখনো চোরাই কারবার চলে। ওই জায়গায় বিজেপির সংগঠন প্রায় নেই বললেই চলে। ওই এলাকায় প্রায় তৃণমূলের সংঘর্ষ লেগেই থাকে সেখানেই বিজেপির কোন হাত নেই। এটা কোন চোরাই কারবার হতে পারে বা তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্ব হতে পারে।