পুলিশ সুপারের তত্ত্বাবধানে সিট গঠন করা হয়েছে রেল শহর আদ্রায় তৃণমূল নেতার খুনে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। এছাড়া স্পেশাল ইনভেস্টিকেটিং টিম রয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার বলেছেন,”ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় তদন্ত চলছে।” একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন পুলিশ।
এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই অজস্র গলি পথ থাকা ভুলভুলইয়া এই রেল শহরে শুটারদের রাস্তা চিনিয়ে দিল কে? পুলিশের সূত্রের খবর নিহত নেতার পরিবারের দাবি ধৃতদেরই কেউ সেই আততায়দের পথ চিনিয়ে দিয়েছেন। এক মিনিটের মধ্যে কাজ শেষ করে তারা আদ্রা শহরের পুরাতন বাজারের তৃণমূল পার্টি অফিসের পথ দিয়ে পালিয়ে যায়। এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এতটাই রাগ ঘটনার সময় যে বাইক ও হেলমেটটি ফেলে গিয়েছিল তার নাম্বার প্লেট পুরোটাই নকল।
তারা চোরাই বাইক নিয়ে এসে নাম্বার প্লেট বদলে ফেলেছিল কারণ যাতে পুলিশ তাদের কাজে বাধা না হয়ে দাঁড়ায়। খুনের ঘটনার পর পুলিশ জানতে পারে ওই ব্রাইটের প্লেট নম্বর পশ্চিম বর্ধমানের আরো একটি জায়গায় ইস্যু করা। আততায়ীরা কোন পথ দিয়ে এই এলাকায় ঢুকেছিল কোথা দিয়ে আবার পালিয়ে গিয়েছে সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ। ব্রিটিশ আমলের এই শহর জুড়ে প্রচুর গলি কোন স্থানীয় মানুষের সাহায্য ছাড়া কখনোই এই এলাকায় আশা এবং অপারেশন করে পালিয়ে যাওয়া সম্ভব নয়। সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ।