আদিপুরুষ মুক্তির আগেও যেমন বিতর্ক চলেছিল ঠিক মুক্তির পরেও একই রকম বিতর্ক থেকে গেল। দর্শকদের একাংশ রামায়ণ গল্পের ওপর ভিত্তি করে অম রাউত পরিচালিত ছবি আদিপুরুষ এর একাধিক সংলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা রীতিমত হতবাক আদিপুরুষের হনুমানের সংলাপ শুনে। একদল হিন্দু ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের পৌঁছে গিয়েছেন। তাদের দাবি ছবি প্রদর্শন বন্ধ করা হোক। তাদের মতে পৌরাণিক চরিত্র রাম সীতা লক্ষণ অনুমানের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।
সম্প্রতি ছবির সংলাপ সংক্রান্ত বিতর্ক নিয়ে মুখ খুললেন ছবির নির্মাতারা। দর্শকদের চাপে পড়ে ছবি সংলাপ বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই বিষয়ে এক সাক্ষাৎকারের লেখক মনোজ বলেন,” সনাতন যুগের মহাপুরুষদের আধুনিক যুগের কাছে সুচারু ভাবে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আদিপুরুষ ছবির পাঁচটি সংলাপ নিয়ে দর্শক অসন্তোষ প্রকাশ করেছেন। সেগুলি বদলে দেয়া হবে। ছবির কিছু ভুল ত্রুটি থাকলে তার দায় আমাদের আমরা তা শুধরে দেব।”
আদিপুরুষের লেখক আরো বলেন তিনি আদিপুরুষের সংলাপ লেখার সময় নিজের সমস্তটা দিয়েছেন। এই ছবি নিয়ে কাজ করার সময় তিনি রামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য জুতো খুলে বসতেন। তবে তিনি কিছুটা দুঃখিত দর্শকদের প্রতিক্রিয়ার কথা ভেবে। গত ১৬ই জুন মুক্তি পেয়েছে। আদিপুরুষ সমস্ত বিতর্ক থাকলেও ইতিমধ্যেই ২৪০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবিটি।