অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার যাত্রায় কম ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী শেখ সুফিয়ান। শামসুল ইসলাম বেশি ভোট পেয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তাকে বাদ দিয়ে কেন শেখ সুফিয়ানকে প্রার্থী করা হলো সেই নিয়েই প্রশ্ন উঠলো বুধবার নন্দীগ্রামের দলীয় কার্যালয়। এই বিষয় নিয়ে তৃণমূলের মুখপাত্র তথা পূর্ব মেদিনীপুরের দলের বিশেষ দায়িত্বে থাকা কুনাল ঘোষ বললেন,” আমি যাচ্ছি ওখানে, যারা পার্টি অফিসে তারা লাগিয়েছেন। তারা কারা, আমি ওখানে গিয়ে দেখছি। রাস্তায় আছি।”
একাংশের দাবি পঞ্চায়েত মোট ঘোষণার পর থেকেই নন্দীগ্রামে তৃণমূলের অন্দরে এক আলোড়ন চলছে। গত বিধানসভা নির্বাচনে সুফিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। অভিযোগ ছিল তার ঘনিষ্ঠদের পঞ্চায়েত ভোটের সময় তার অনুরাগীদের কোণঠাসা করা হচ্ছে। টিকিট না পেয়ে নন্দীগ্রামের ১৭ টি পঞ্চায়েতের নির্দল প্রার্থী দেন সুফিয়ানের অনুরাগীরা। মঙ্গলবার তড়িঘড়ি করে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ছুটে যান। তারপরেই শোনা যায় সেই প্রার্থী তালিকায় সুফিয়ানের নাম রয়েছে।
এই প্রসঙ্গে সুফিয়ান বলেছেন,” আমি তৃণমূলের একজন সৈনিক দল যখন যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আমাকে ব্লক বা জেলা নয় টিকিট দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করছি। যারা টিকিট পেলেন না তাদের খুব হওয়াটাই খুবই স্বাভাবিক। তবে এবারেও আমি আগের মতন রেকর্ড ভোটে জিতব। ভোটে কোন প্রভাব পড়বে না।”