পশ্চিমবঙ্গ

“প্রতিহিংসা করছে কেন্দ্র”, ইডি হানার প্রতিবাদে স্ট্যালিনের পাশে মমতা

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা সিন্থিল বালাজির বাড়িতে ইডির অভিযান কে ঘিরে কেন্দ্রকে নিশানা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারে একটি টুইট করে লিখেছেন,” আমি ডি এম কে এর বিরুদ্ধে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার নিন্দা করছি। ডিএমকে এর সদর দপ্তর আজ নিশানা হয়েছে। তামিলনাড়ুর রাজ্য সচিবালয় আবগাড়ি মন্ত্রীর দপ্তর এবং তার সরকারি বাসভবনে ইডির হানা মানা যায় না।”

উল্লেখ্য স্ট্যালিন এর ঘনিষ্ঠ সেন্থিল তামিলনাড়ুর বিদ্যুৎ এবং আবগারি দপ্তরের মন্ত্রী। আয়কর বিভাগ গত মে মাসে তাদের বাড়িতে হানা দিয়েছিল। তারপর ইডি মঙ্গলবার চেন্নাই এবং তামিলনাড়ু সিন্থিলের সরকারি বাড়ি এবং দপ্তর সহ সমস্ত জায়গায় হানা দিয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে বিরানি লেনদেনের অর্থ হদিস পাওয়া গিয়েছে।

স্টালিনো এই ঘটনার জেরে প্রধানমন্ত্রীকেই দুষছেন। কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানো কোন ভালো কাজ নয়। রাজনৈতিকভাবে বিজেপি মোকাবিলা করতে পারছে না তাই এই পন্থা নিচ্ছে। কিন্তু এইভাবে ওরা সফল হতে পারবে না এমনটাই জানালেন স্টালিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.