স্কিন ক্যান্সারে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট বয়স ৮০ বছর, অস্ত্রোপচার হয়েছে গত মাসে। এই পরিস্থিতিতে সংশয় ওঠে তিনি কি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন? মঙ্গলবার সমস্ত জল্পনা কল্পনা দূরে সরিয়ে তিনি ঘোষণা করেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষণীয় আগত নির্বাচনেও প্রার্থী হবেন তিনি।
তিনি টুইটারে একটি তিন মিনিটের ভিডিও প্রকাশ করে লিখেছেন, “প্রতিটি প্রজন্মে গণতন্ত্রের পক্ষে কোন একজনকে দাঁড়াতে হয় মৌলিক অধিকার স্বাধীনতার জন্য আমি বিশ্বাস করি এটা আমাদের সময় সেই কারণেই আমি আমেরিকার প্রেসিডেন্ট পথ নিয়ে লড়ে যাব আসুন আমার সঙ্গে যুক্ত হন কাজটা শেষ করুন”
ডেমোক্র্যাট প্রার্থী হয়ে প্রেসিডেন্ট পদে লড়ার এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। শারীরিক পরিস্থিতি এবং তার এই ৮০ ঊর্ধ্ব বয়সকে রিপাবলিকান অস্ত্র করবেন তা নিশ্চিত। তিনি এমনিতেই সব থেকে বেশি বয়সের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৃষ্টান্তমূলক নজির করেছেন।