সরকারি কর্মীরা কখন তাদের অফিসে আসে এবং ছেড়ে যায় তা ট্র্যাক রাখতে সরকার একটি বিশেষ মেশিন ব্যবহার করতে চলেছে। আঙুলের ছাপ ব্যবহার না করে মেশিনটি মুখের ছবি তুলবে। এবং সেই ডাটা পাঠানো হবে একটি সরকার নিয়ন্ত্রিত সার্ভারে ছবিটি সার্ভারে যাওয়ার সাথে সাথে টাইম রেকর্ড হয়ে থাকবে যা সরকারকে জানতে সাহায্য করে কে কতক্ষণ কাজ করছে। এই প্রক্রিয়া অফিসে ঢোকার সময় এবং অফিস থেকে বেরোনোর আগে টাইম ধরে করতে হবে। নতুন ব্যবস্থাটি ২মে থেকে শুরু হবে নাভান্না রাজ্যে।
নতুন ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথে নরমালে কাজ করা সরকারি কর্মচারীদের শোয়া দশটার মধ্যে অফিসে আসতে হবে এবং টাইম করে সাড়ে পাঁচটার আগে সরকারি অফিস থেকে বেরোবে না চলবে না। টাইম এর হেরফের হলে সরকারি খাতায় লিট মার্ক করে যাবে যা কাটানোর কোন সুযোগ থাকবে না কর্মচারীর হাতে তিনটি লেট মার্ক একজন কর্মচারীর একটি ক্যাজুয়াল লিভ কেটে নেবে।
সূত্রের খবর অনুযায়ী প্রাথমিকভাবে শুধুমাত্র নবান্নে ব্যবহার হবে এই মেশিন। প্রতি ফ্লোরে তিনটি করে মোট ৪২ টি মেশিন বসানো হবে এতে প্রায় খরচ পড়বে পঁচিশ লক্ষ টাকা। বুধবার থেকে কর্মীদের ছবি তোলার প্রক্রিয়া শুরু হবে।