মাসখানেক আগে নতুন গান প্রকাশ করেছেন বাদশা। নতুন গান সনকের জেরে বিপাকে জড়িয়েছেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত বাদশা। তার নামে অভিযোগ ওঠে যে তিনি নাকি গানের মাধ্যমে ভগবান শিবকে অসম্মান করেছেন। এরপরই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপের ঝর। অবশেষে ক্ষমা চেয়ে নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বাদশা।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাদশা লিখেছেন, “আমি ইচ্ছাকৃতভাবে কখনও কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। শুধুমাত্র নিজের শিল্পকর্ম গানের আকারে আপনাদের, আমার অনুরাগীদের সামনে সৎভাবে আনার চেষ্টা করেছিলাম। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের জেরে আমি গানের কিছু অংশ পালটেছি। নতুন ভার্সান সমস্ত ডিজিটাল প্ল্যাটপর্মে আপলোড করা হচ্ছে।”
এরপরই বাদশা লেখেন, “আপনাদের কাছে আমার অনুরোধ এই সময়টুকু ধৈর্য ধরুন। আর যাঁদের অনিচ্ছাকৃতভাবে আঘাত দিয়ে ফেলেছি তাঁদের কাছে সর্বোতভাবে ক্ষমা চাইছি।” যে অনুরাগীরা এই বাদশার পাশে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও স্বীকার করেছেন তিনি।
ইউটিউবে বাদশার গান আপলোড হওয়ার সাথে সাথেই দু’কোটির বেশি মানুষ গানটি দেখে ফেলেছেন। বাদশার গানের অংশ থেকে ভোলানাথের নামটি মুছে ফেলার দাবি জানিয়েছিল হিন্দু সংস্থা-সহ মহাকাল সেনা ও পূজারি মহাসংঘও। মনে হয় সেই দাবি মেনে নিলেন বাদশা।