Rekha – The Eastern Chronicle https://theeasternchronicle.com A hub of Bengali News Mon, 12 Jun 2023 09:19:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://theeasternchronicle.com/wp-content/uploads/2022/12/cropped-WhatsApp-Image-2022-12-14-at-14.12.21-32x32.jpeg Rekha – The Eastern Chronicle https://theeasternchronicle.com 32 32 অভিনয় না করেও কিভাবে কোটি কোটি টাকা আয় করেন রেখা? তাঁর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হয়ে যাবেন আপনি! https://theeasternchronicle.com/2023/06/12/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/ https://theeasternchronicle.com/2023/06/12/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/#respond Mon, 12 Jun 2023 09:19:31 +0000 https://theeasternchronicle.com/?p=16066 বয়স বাড়লে সৌন্দর্য গ্ল্যামার কোন অংশেই একটুও কমে যায়নি তার। কোটি কোটি পুরুষের হৃদয়ে এখনো ঝড় ওঠে তার চাউনিতে। তিনি আর কেউই নন বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা। তিনি বরাবরই সাবলীল এক ছকে বাধা গণ্ডি থেকে বেরিয়ে চলতে তিনি বেশি পছন্দ করেন। অভিনেত্রী রেখা কে নিয়ে যুগ যুগ ধরে নানান বিতর্ক হয়ে থাকলেও কোনো কিছুরই ধার …

The post অভিনয় না করেও কিভাবে কোটি কোটি টাকা আয় করেন রেখা? তাঁর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হয়ে যাবেন আপনি! appeared first on The Eastern Chronicle.

]]>
বয়স বাড়লে সৌন্দর্য গ্ল্যামার কোন অংশেই একটুও কমে যায়নি তার। কোটি কোটি পুরুষের হৃদয়ে এখনো ঝড় ওঠে তার চাউনিতে। তিনি আর কেউই নন বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা। তিনি বরাবরই সাবলীল এক ছকে বাধা গণ্ডি থেকে বেরিয়ে চলতে তিনি বেশি পছন্দ করেন।

অভিনেত্রী রেখা কে নিয়ে যুগ যুগ ধরে নানান বিতর্ক হয়ে থাকলেও কোনো কিছুরই ধার ধরেননি তিনি। বর্তমানে তাকে যদিও কোন ছবিটা দেখা যায় না। তা সত্ত্বেও তিনি বিলাসবহুল জীবনযাপন করেন। কিন্তু কিভাবে আপনি কি জানেন। সূত্রের মারফত খবর পাওয়া গিয়েছে ৪০০ কোটি টাকার মালিক রেখা। স্বামী সন্তান কেউই নেই তার। শুধু মুম্বাইতেই নয় দক্ষিণ ভারতেও তার প্রচুর সম্পত্তি রয়েছে।

এছাড়াও অভিনেত্রী রাজ্যের সংসদ সেখান থেকে তিনি মাসে আয় করেন এক লাখ টাকা। বর্তমানে রেখা কে কোন ছবিতে না দেখতে পাওয়া গেলেও বিভিন্ন টিভি শোতে হামেশাই দেখা যায় আর সেখান থেকে তিনি পান মোটা অংকের টাকা। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে উদ্বোধন করতে এমনকি বিভিন্ন বিজ্ঞাপনে তাকে দেখা যায় এছাড়াও তিনি বিহারের এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

প্রায় তিন দশক ধরে পর্দা কাঁপানো অভিনেত্রী বর্তমানে অভিনয় না করলেও প্রচুর পরিমাণে টাকা সে এখনো উপার্জন করে চলেছেন। বান্দ্রায় তার বাড়িটির মূল্য ১০০ কোটি টাকা। সেই বাড়িতে তিনি একাই থাকেন।পাঁচিল দিয়ে ঘেরা সেই বাড়িটায় রয়েছে। তার শখের বাগান শোনা যায় সেখানে নাকি তিনি তার শরীর চর্চা করে থাকেন।

The post অভিনয় না করেও কিভাবে কোটি কোটি টাকা আয় করেন রেখা? তাঁর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হয়ে যাবেন আপনি! appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2023/06/12/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/feed/ 0