The post হৃত্তিকের সঙ্গে তুলনাই তার ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দিল! দাবি হরমন বাওয়েজার appeared first on The Eastern Chronicle.
]]>সমালোচকদের সব কটাক্ষ ব্যঙ্গ বিদ্রুপ ভেঙে আবারো জীবনের দ্বিতীয় ইনিংসে ‘স্কুপ’ সিরিজের হাত ধরেই কামব্যাক করছেন হরমন। ‘হরমন বে-ওয়াজা’, ‘একেবারেই “রোশন” নয় এর ভবিষ্যৎ’ এরম কত কথাই শুনতে হয়েছে সমালোচকদের মুখে। তবে এবার পরিচালক হনসল মেহতার ‘স্কুপ’ সিরিজে অভিনয়ের জোরেই মুখ বন্ধ করে দিয়েছেন সমালোচক ও নিন্দুকদের। দর্শক থেকে সমালোচক তাক লাগিয়েছেন সবাইকেই।
মূলত, সাংবাদিক জিগনা ভোরার ‘বিহাইন্ড বারস্ ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’-এর বইটির উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজ। জনপ্রিয় ওটিটি মাধ্যম নেটফ্লিক্স এ রিলিজ করেছে এই সিরিজ। গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন হরমন, মুক্তির পর থেকেই তার প্রশংসায় পঞ্চমুখ দর্শক। সম্প্রতি হরমন জানান, পরিচালকের এক প্রকার পৃষঠপোষকতায়, কিংবা বলা ভালো, ব্ল্যাকমেইলিং এর জন্যে তার এই অভিনয়ে পুনঃপ্রবেশ।
The post হৃত্তিকের সঙ্গে তুলনাই তার ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দিল! দাবি হরমন বাওয়েজার appeared first on The Eastern Chronicle.
]]>