The post ‘হার্ট অফ স্টোন’ ও ‘দ্য আর্চিজ়’-এর প্রচারে বলিউড নবাগতদের সাথে এক ফ্রেমে ধরা দিলেন আলিয়া, ছবি ভাইরাল হতেই কটাক্ষ নেটিজেনদের! appeared first on The Eastern Chronicle.
]]>অন্যদিকে শাহরুখ কন্যা সুহানা খান, জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিরিজে অন্যান্য তারকা সন্তানদের সাথে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। তাদের দলটি ব্রাজিলে টিজার লঞ্চ করেছে, যেখানে আলিয়া ভাট তাদের সাথে ছবি তুলেছেন, সাথে রয়েছেন বনি কপূরের মেয়ে খুশি কপূর এবং অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও। ছবিটি ভাইরাল হতেই তাদের তারকা সন্তানদের তকমা দিয়ে ট্রোল করেন নেট নাগরিকরা।
অভিনেত্রী হিসেবে বলিউডে প্রায় দশ বছরেরও বেশি কাটিয়ে ফেলেছেন আলিয়া ভাট। অন্যদিকে, শাহরুখ কন্যা বলিউডের পর্দায় পা না রেখে আত্মপ্রকাশ করছেন সিরিজের মাধ্যমে। তা সত্বেও এখনো, ‘সিনিয়র নেপো, জুনিয়র নেপো’, নেটাগরিকদের এসব ব্যঙ্গাত্মক মন্তব্যের মুখে পড়তে হয় তাদের। এমন কি তাদের ছবি, সিরিজও বয়কটের আহ্বান জানিয়েছেন তারা।
The post ‘হার্ট অফ স্টোন’ ও ‘দ্য আর্চিজ়’-এর প্রচারে বলিউড নবাগতদের সাথে এক ফ্রেমে ধরা দিলেন আলিয়া, ছবি ভাইরাল হতেই কটাক্ষ নেটিজেনদের! appeared first on The Eastern Chronicle.
]]>The post এয়ারপোর্টে সীতা মা বলে ডাকা হল আলিয়াকে! কী প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী? appeared first on The Eastern Chronicle.
]]>প্রথমটায় তিনি ঘটনা বুঝতে না পেরে হক চকিয়ে যান। কিন্ত তারপরেই যে প্রতিক্রিয়া দেন তাতেই এখন সোশ্যাল মিডিয়ার নানা জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অভিনেত্রী। বলিউডের অন্দরমহলে খবর ছড়িয়েছে নীতিশ তিওয়ারি পরিচালিত “রামায়ণ” ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে।
প্রসঙ্গত, আজকাল হলিউডেও কাজ করছেন আলিয়া বলিউডের পাশাপাশি। একের পর এক বড় বাজেটের ছবি রয়েছে এখন তার হাতে। শোনা গিয়েছে, দক্ষিণী সুপারস্টার যশকে নাকি থাকছেন রাবণের ভূমিকায়। আলিয়া, রংবাহারি পোশাকে হাসিমুখে ইনস্টায় ছবি পোস্ট করেন বৃহস্পতিবারের সকালে, আর তার পরেই মুম্বাই এয়ারপোর্টে গাড়ি থেকে নামতেই কেলেঙ্কারি। প্রথমটায় হতভম্ব হয়ে গেলেও তারপরে বিরক্তিভরে মুখ ফিরিয়ে নেন অভিনেত্রী।
The post এয়ারপোর্টে সীতা মা বলে ডাকা হল আলিয়াকে! কী প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী? appeared first on The Eastern Chronicle.
]]>The post স্ত্রী আলিয়ার এই স্বভাবটি একদম সহ্য করতে পারেন না রণবীর! appeared first on The Eastern Chronicle.
]]>রণবীর বেশ শান্তিপ্রিয় মানুষ, ঝগড়া-ঝামেলা, চিৎকার-চেঁচামেচি এক্কেবারে পছন্দ করেন না। তবে আলিয়া এবিষয়ে খানিকটা উল্টো, তার রাগের পারদের সাথে পাল্লা দিয়ে বাড়ে কণ্ঠস্বর। মেজাজ ঠিক রাখতে না পারলেই চিৎকার করে ফেলেন। যা একদম সহ্য করতে পারেন না রণবীর। সম্প্রতি জনপ্রিয় ফোরাম সাইট রেডিটে, “আলিয়া ভাট’স সেভেন ভাইসেস” শিরোনামে একটি ভিডিও পোষ্ট করে এসমস্ত ব্যক্তিগত খুঁটিনাটি তথ্য প্রকাশ করা হয়েছে।
ভিডিওটিতে অভিনেত্রী রণবীরের স্বভাবকে সাধু-সন্তের মতো বলে উধৃত করেছেন। তিনি আরও বলেন, খুব হিংসে হয় তার স্বামীর এই স্বভাবের প্রতি। অন্যদিকে তার মাথায় সব সময় কিছু না কিছু ঘুরতেই থাকে। অল্প রাগেই চেঁচামেচি করে বসেন, তবে রণবীর তাকে বোঝেন, কখনও কোনো দুর্ব্যবহার করেন না।
The post স্ত্রী আলিয়ার এই স্বভাবটি একদম সহ্য করতে পারেন না রণবীর! appeared first on The Eastern Chronicle.
]]>The post বোনকে ৩৮ কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট! হতবাক সকলে appeared first on The Eastern Chronicle.
]]>বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রী হলেন আলিয়া ভাট। গত মাসেই তিনি ৩০ বছরে পা দিয়েছেন। খুবই অল্প বয়সে তিনি বলিউডে একটি পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তার কাজের দ্বারা। শুধু তার কাজের জগত নয় ব্যক্তিগত জীবন নিয়েও তিনি খবরের শিরোনামে থাকেন। এখন শোনা যাচ্ছে আলিয়া নিজের জন্য একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। আবার তিনি নাকি তার বোন শাহিন ভাটকে দুটি ফ্ল্যাট উপহার দিয়েছেন যার দাম শুনলে আপনার চোখ উল্টে যাবে।
ক্যারিয়ার গড়ার পাশাপাশি তিনি তার প্রোডাকশন হাউস চালাচ্ছেন তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যবসায় তিনি যুক্ত রয়েছেন। জানা যাচ্ছে আলিয়া ৩৭.৮০ কোটি টাকার একটি বাড়ি কিনেছেন তার সঙ্গে তিনি তার বোনকে উপহার দিয়েছেন দুটি ফ্ল্যাট যার দাম ৭.৬৮ কোটি টাকা। বিয়ের পর আলিয়া কাপুর পরিবারের সঙ্গেই থাকে। বোনকে অবশ্যই তিনি যে ফ্ল্যাটটি উপহার দিয়েছে সেটা মুম্বাইয়ের জুহু এলাকাতে।
এই মুহূর্তে নির্মীয়মান অবস্থায় রয়েছে আলিয়া এবং রণবীরের নতুন বাংলোটি। প্রথম বিবাহ বার্ষিকীতে তারা সেটি দেখতে গিয়েছিলেন আর ক্যামেরাবন্দী হয়েছেন পাপারাৎজিদের দ্বারা। মোট আট তলার বাংলো হতে চলেছে সেটি। কিছু মাস আগে সদই মা হয়েছেন আলিয়া। এখন তিনি মেয়ে ও স্বামীর সঙ্গে চুটিও সংসার করছে আর তার সঙ্গে রয়েছে তার কাজও।
The post বোনকে ৩৮ কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট! হতবাক সকলে appeared first on The Eastern Chronicle.
]]>