The Eastern Chronicle https://theeasternchronicle.com A hub of Bengali News Sun, 19 Jan 2025 16:41:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://theeasternchronicle.com/wp-content/uploads/2022/12/cropped-WhatsApp-Image-2022-12-14-at-14.12.21-32x32.jpeg The Eastern Chronicle https://theeasternchronicle.com 32 32 শুটিংয়ে ৫ মিনিট দেরি করায় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল উত্তম কুমারকে https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be/ https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be/#respond Sun, 19 Jan 2025 16:41:38 +0000 https://theeasternchronicle.com/?p=34284 উত্তম কুমার তখন মহা নায়ক না হলেও উত্তম হয়ে উঠছেন উত্তম কুমার। বাংলা ছবিকে প্রায় নিয়ন্ত্রণ করতে চলেছেন। সেই সময়ও কিন্তু উত্তমকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল মাত্র ৫ মিনিট দেরি করার জন্য। সুপারস্টারের সঙ্গেও এমনটা হতে পারে? এটা কেউ হয়তো ভাবতেই পারবেন না। কিন্তু এমনটাই ঘটেছিল। ফ্লোরে তারকাদের দেরি করে আসা এমন কিছু বড় …

The post শুটিংয়ে ৫ মিনিট দেরি করায় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল উত্তম কুমারকে appeared first on The Eastern Chronicle.

]]>
উত্তম কুমার তখন মহা নায়ক না হলেও উত্তম হয়ে উঠছেন উত্তম কুমার। বাংলা ছবিকে প্রায় নিয়ন্ত্রণ করতে চলেছেন। সেই সময়ও কিন্তু উত্তমকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল মাত্র ৫ মিনিট দেরি করার জন্য। সুপারস্টারের সঙ্গেও এমনটা হতে পারে? এটা কেউ হয়তো ভাবতেই পারবেন না। কিন্তু এমনটাই ঘটেছিল। ফ্লোরে তারকাদের দেরি করে আসা এমন কিছু বড় ব্যাপার নয় এ যুগে। এমন অনেক সময়ই হয় গোটা ফ্লোর অপেক্ষায় রয়েছে। এ দিকে নায়ক নায়িকারা নির্ধারিত সময়ের অনেকক্ষণ পরে এসে পৌঁছচ্ছেন শুটিংয়ে। কিন্তু সে যুগে এমনটা কোনও পরিচালক বরদাস্ত করতেন না। এমন দৃঢ় ছিল শৃঙ্খলা।

  •   ঘটনাটা ‘ঢুলি’ ছবির শুটিং ফ্লোরে ঘটেছিল। তখন শিল্পী সংসদের সভাপতি উত্তমকুমার। সম্পাদক ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়। তিনি যেমন এক দিকে অভিনেতা ছিলেন সেই সঙ্গে ছিলেন পরিচালক এবং প্রযোজকও। সে সময় ‘ঢুলি’ ছবিটি তৈরি করছিলেন তিনি। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল উত্তমকুমারের। কথা মতো সব কিছুই তৈরি ছিল। শুটিং শুরু হবে। যে সময় ছিল কল টাইম। মহানায়ক ফ্লোরে পৌঁছন ঠিক পাঁচ মিনিট পরে। ব্যস তাতেই ভয়ঙ্কর কাণ্ড। নায়ককে সটান বাদ দিয়ে দেন পরিচালক অর্ধেন্দু। তার পরিবর্তে অভিনয় করেছিলেন প্রশান্ত কুমার। যদিও এই প্রথম নয় আগেও একবার এমনই এক ঘটনা ঘটেছিল নাকি। উত্তম কুমার দেরিতে আসার জন্য নাকি সুচিত্রা সেন রেগে শুটিং ফ্লোর থেকে বেরিয়ে গিয়েছিলেন একাধিকবার। কিন্তু মজার বিষয় হলো, ওই ঘটনা ঘটার পরেও অর্ধেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের বন্ধুত্বে কিন্তু কোনো ভাটা পরে নি। এটাই ছিল সেই যুগের স্পিরিট।

The post শুটিংয়ে ৫ মিনিট দেরি করায় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল উত্তম কুমারকে appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be/feed/ 0
দীক্ষা নিতে চলেছেন কাঞ্চন দম্পতি https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a/ https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a/#respond Sun, 19 Jan 2025 16:38:54 +0000 https://theeasternchronicle.com/?p=34281 বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের তৃতীয় পত্নী শ্রীময়ীকে নিয়ে তার সুখের সংসার। তৃতীয় বিয়ের বছর কাটার আগেই শ্রীময়ীর কোল জুড়ে এসেছে প্রথম সন্তান – কৃষভি। এখন দু’জনের মধ্যেই এসেছে ধর্মভাব। যদিও শ্রীময়ী রামকৃষ্ণ সারদার ভক্ত। অন্যদিকে কাঞ্চন তো আছেন -‘জয় জগন্নাথ’ নিয়ে। সম্প্রতি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ভিডিয়ো উঠে আসে। যেখানে শ্রীময়ী তাঁর ঘরের একটি …

The post দীক্ষা নিতে চলেছেন কাঞ্চন দম্পতি appeared first on The Eastern Chronicle.

]]>
বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের তৃতীয় পত্নী শ্রীময়ীকে নিয়ে তার সুখের সংসার। তৃতীয় বিয়ের বছর কাটার আগেই শ্রীময়ীর কোল জুড়ে এসেছে প্রথম সন্তান – কৃষভি। এখন দু’জনের মধ্যেই এসেছে ধর্মভাব। যদিও শ্রীময়ী রামকৃষ্ণ সারদার ভক্ত। অন্যদিকে কাঞ্চন তো আছেন -‘জয় জগন্নাথ’ নিয়ে। সম্প্রতি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ভিডিয়ো উঠে আসে। যেখানে শ্রীময়ী তাঁর ঘরের একটি দেওয়ালে সাজানো বেশকিছু ছবি তুলে ধরেছেন। যেখানে সবথেকে উপরে ছিল রামকৃষ্ণ দেব ও সারদা মায়ের ছবি। শ্রীময়ী বলেন, ‘এই ছবিটা আমাকে আমার মা দিয়েছেন। খুব শীঘ্রই আমরা বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেব।’ তারপরই জগন্নাথের ছবি দেখিয়ে শ্রীময়ী বলেন, ‘কাঞ্চন প্রচণ্ড ভক্ত, জয় জগন্নাথ, এই ছবিটা আমাদের পুরী থেকে আনা।’ এভাবেই শ্রীময়ী নিজেদের ধর্মবোধের পারিচয় দেন।

 

 

 

শ্রীময়ী জানিয়েছে তাড়াতাড়ি তারা বেলুড় মাঠে দীক্ষা নেবেন। ঈশ্বরের পায়ে নিজেদের নিবেদন করবেন। জীবনের বাকি পথটা মসৃন করার জন্যই তাদের এই সিদ্ধান্ত। তবে দীক্ষা নিলেও সংসার ত্যাগের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন বিধায়ক পত্নী। প্রসঙ্গত, কাঞ্চন-শ্রীময়ী দুজনেই আধ্যাত্মিক। প্রায়দিনই তাঁদের বাড়িতে পুজো-পার্বণ লেগেই থাকে। অতিসম্প্রতি তাঁদের বাড়িতে হওয়া পৌষ পূর্ণিমার পুজোর ভিডিয়ো পোস্ট করেছিলেন শ্রীময়ী। আবার, দু’দিন আগেই বীরভূমের নন্দিকেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দুজনে। তারও কয়েরদিন আগে উত্তর কলকাতার শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিয়ে ভোগ রেঁধে ও খাইয়ে এসেছেন কাঞ্চন-শ্রীময়ী। আমরাও কামনা করি ওদের বৈবাহিক জীবন সুখের হোক।

The post দীক্ষা নিতে চলেছেন কাঞ্চন দম্পতি appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a/feed/ 0
রীতেশ ও জেনেলিয়ার প্রেম কাহিনী – একটি প্রতিবেদন https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/ https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#respond Sun, 19 Jan 2025 16:36:07 +0000 https://theeasternchronicle.com/?p=34277 বিনোদন জগতে রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা খুবই পরিচিত মুখ। বিশেষ করে দুজনেই খুবই হাসি খুশি ও মিশুকে বলেই পরিচিত। তবে তাদের প্রেম জীবন কিন্তু দীর্ঘ দিনের ও রোমাঞ্চতে ভরা। বলিউডের সবথেকে মিষ্টি এবং হাসিখুশি অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন জেনেলিয়া ডিসুজা। তবে অনেকেই হয়তো জানেন না যে, মাত্র ১৬ বছর বয়সেই প্রেমে পড়েছিলেন তিনি। তা-ও …

The post রীতেশ ও জেনেলিয়ার প্রেম কাহিনী – একটি প্রতিবেদন appeared first on The Eastern Chronicle.

]]>
বিনোদন জগতে রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা খুবই পরিচিত মুখ। বিশেষ করে দুজনেই খুবই হাসি খুশি ও মিশুকে বলেই পরিচিত। তবে তাদের প্রেম জীবন কিন্তু দীর্ঘ দিনের ও রোমাঞ্চতে ভরা। বলিউডের সবথেকে মিষ্টি এবং হাসিখুশি অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন জেনেলিয়া ডিসুজা। তবে অনেকেই হয়তো জানেন না যে, মাত্র ১৬ বছর বয়সেই প্রেমে পড়েছিলেন তিনি। তা-ও আবার এক রাজ্যের মুখ্যমন্ত্রীর পুত্রের সঙ্গে গড়ে উঠেছিল সেই প্রেমের সম্পর্ক। সেই গল্পই আজকের প্রতিবেদনে শুনে নেওয়া যাক। বলিউড সূত্রে জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে বলিউড অভিনেতা রীতেশ দেশমুখের বিপরীতে ‘তুঝে মেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন জেনেলিয়া। এদিকে রীতেশের বাবা তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে। ফলে জেনেলিয়া প্রথম থেকে ভেবেই নিয়েছিলেন যে, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে তো, তাই হয়তো অহঙ্কারে মাটিতে পা পড়বে না রীতেশের’। কিন্তু একেবারে উল্টোটাই ছিলেন রীতেশ। দুজনেই পরে দুজনের প্রেমে। দুর্বার গতিতে চলে প্রেম। ওদের প্রেমের মাঝে কখনো তৃতীয় কেউ প্রবেশ করতে পারে নি।

 

প্রায় ৯ বছর ডেটিংয়ের পরে অবশেষে ছাদনাতলায় গিয়েছিলেন এই তারকা যুগল। বিয়ের পরে অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন অভিনেত্রী। এই তারকা দম্পতির জীবনে এসেছে তাঁদের দুই পুত্র। এদিকে সংসার এবং সন্তানদের দেখভাল করার জন্য দশ বছরেরও বেশি সময় ধরে রুপোলি দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন জেনেলিয়া। তবে নিজের স্বামীর বিপরীতে অভিনয় করতে বছর দশেক পরে আবার এই জগতে প্রত্যাবর্তন করেছেন তিনি।

দীর্ঘ বিরতির পর পর্দায় ফের জেনেলিয়াকে দেখার জন্য অত্যুৎসাহী তাঁর ভক্তরা। বলিউডে বহুলচর্চিত মিষ্টি জুটির মধ্যে অন্যতম রীতেশ-জেনেলিয়ার জুটি। আসলে যে কোনও অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় তাঁদের। শুধু তা-ই নয়, তাঁদের দুজনের রিলগুলিও তাঁদের মিষ্টি প্রেমের মতোই। এমনকী ইন্টারনেটে বহুবার ট্রেন্ডিংও হয়েছে তাঁদের রিল। রীতেশ-জেনেলিয়ার বিয়ের ১২ বছর কেটে গিয়েছে। তবে তাঁদের দাম্পত্য প্রেম একেবারে আগের মতোই রয়েছে

The post রীতেশ ও জেনেলিয়ার প্রেম কাহিনী – একটি প্রতিবেদন appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/feed/ 0
৮২-র যুবক অমিতাভ – এর নেপথ্যে কোন সত্য লুকিয়ে আছে https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a7%ae%e0%a7%a8-%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/ https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a7%ae%e0%a7%a8-%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/#respond Sun, 19 Jan 2025 16:32:50 +0000 https://theeasternchronicle.com/?p=34274 ‘অমিতাভ বচ্চন’ – নিজেই একটা প্রতিষ্ঠান। বেশ কয়েক দশক ধরে বলি জগতে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন, এখনও করছেন। কিন্তু ভক্তদের প্রশ্ন – এর নেপাথ্যে কোন শক্তি কাজ করছে? এখনও তিনি দাপটের সঙ্গে একটার পর একটা ছবিতে কাজ করে চলেছেন, রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করছেন। কিন্তু অমিতাভ বচ্চনের এই ফিট থাকার নেপথ্যে আছে কী? কী জানালেন তিনি? …

The post ৮২-র যুবক অমিতাভ – এর নেপথ্যে কোন সত্য লুকিয়ে আছে appeared first on The Eastern Chronicle.

]]>
‘অমিতাভ বচ্চন’ – নিজেই একটা প্রতিষ্ঠান। বেশ কয়েক দশক ধরে বলি জগতে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন, এখনও করছেন। কিন্তু ভক্তদের প্রশ্ন – এর নেপাথ্যে কোন শক্তি কাজ করছে? এখনও তিনি দাপটের সঙ্গে একটার পর একটা ছবিতে কাজ করে চলেছেন, রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করছেন। কিন্তু অমিতাভ বচ্চনের এই ফিট থাকার নেপথ্যে আছে কী? কী জানালেন তিনি? অমিতাভ বচ্চনের যিনি ওয়েলনেস ট্রেনার সেই বৃন্দা মেহতা জানিয়েছেন অমিতাভ বচ্চন রোজ শরীর চর্চা করেন। সাধারণ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম থেকে শুরু করে প্রাণায়াম সব করেন তিনি। বাদ দেন না বিভিন্ন বডি স্ট্রেচ করার ব্যায়াম। মনকে খুশি রাখতে শরীর চর্চার সঙ্গে নিয়মিত গান শোনেন।

তিনি জানান, অমিতাভ জি খুনি শৃঙ্খলা মেনে জীবন কাটান। অমিতাভ বচ্চন রোজ তাঁর দিনের শুরু করেন তুলসী পাতা খেয়ে। এছাড়া নিয়মানুবর্তিতা পালন করেন। মেপে চলেন। ব্রেকফাস্টে অমিতাভ বচ্চন প্রোটিন শেক, আমন্ড, ডাবের জল, ইত্যাদি খান। এছাড়া খেজুর, ফলের রস ইত্যাদি তো থাকেই। তবে অমিতাভ বচ্চন এখন মিষ্টি, ভাত, আমিষ খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন। তাঁর এই রোজকার জীবনের চেঞ্জ বা জিনিস যেটা তিনি ফলো করে চলেন সেটাই তাঁকে ৮২ বছর বয়সেও সুস্থ রেখেছে। জীবন সম্পর্কে এই শৃঙ্খলাবোধ তাঁকে সুস্থ রেখেছেন বলেই সবাই মনে করেন।

The post ৮২-র যুবক অমিতাভ – এর নেপথ্যে কোন সত্য লুকিয়ে আছে appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a7%ae%e0%a7%a8-%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
আজ শ্বেতা ও রুবেলের বিয়ে – কি বলছে শ্বেতা https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/ https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#respond Sun, 19 Jan 2025 16:29:50 +0000 https://theeasternchronicle.com/?p=34271 প্রচন্ড দারিদ্র থেকে দীর্ঘ লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করেছে শ্বেতা ভট্টাচার্য। ছোট পর্দায় শ্বেতা ও রুবেল শুধুই প্রতিষ্ঠিত নয়, তাদের ভক্ত সংখ্যা অনেক। তাদের দীর্ঘদিনের পরিচয়। তার পর প্রেম। এবার আরও একধাপ এগোতে চলেছে তাঁদের সম্পর্ক। ছোট থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছেন শ্বেতা। সে কথা অনেক সাক্ষাত্‍কারেই বলেছেন নায়িকা। এক শ্বেতা এক সাক্ষাৎকারে বলেন, …

The post আজ শ্বেতা ও রুবেলের বিয়ে – কি বলছে শ্বেতা appeared first on The Eastern Chronicle.

]]>
প্রচন্ড দারিদ্র থেকে দীর্ঘ লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করেছে শ্বেতা ভট্টাচার্য। ছোট পর্দায় শ্বেতা ও রুবেল শুধুই প্রতিষ্ঠিত নয়, তাদের ভক্ত সংখ্যা অনেক। তাদের দীর্ঘদিনের পরিচয়। তার পর প্রেম। এবার আরও একধাপ এগোতে চলেছে তাঁদের সম্পর্ক। ছোট থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছেন শ্বেতা। সে কথা অনেক সাক্ষাত্‍কারেই বলেছেন নায়িকা। এক শ্বেতা এক সাক্ষাৎকারে বলেন, “বড়লোকদের বাথরুম যে রকম হয়, আমাদের ঘরটা সে রকম ছিল। একান্নবর্তী পরিবার ছিল। আমি, মা আর বাবা ছোট্ট একটা ঘরে থাকতাম। এমনও হয়েছে যে দুপুর বেলা হয়তো ভাত খেয়েছি নুন দিয়ে। কিন্তু রাতে কী দিয়ে খাব তা জানা নেই।” সেই পরিস্থিতি থেকে লড়াই করে আজকে অনেকটা স্বস্তির মুখ দেখেছেন শ্বেতা। আজ তাদের বিয়ের আয়োজন কেমন হয়েছে? প্রশ্ন ভক্তদের।

শ্বেতা জানিয়েছে বিয়ের জন্য,

দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস বুক করেছেন শ্বেতা। বিরাট জায়গা জুড়ে ম্যারেজ হলটির অন্দরসজ্জা চোখ ধাঁধানো। পাশাপাশি রয়েছে বেশ বড়সড় খোলা জায়গা। ইনডোর এবং আউটডোর মিলিয়ে প্রায় ৪০০-৬০০ জন অতিথির জায়গা হতে পারে এই ম্যারেজ হলে। জানা গিয়েছে, এটি বুকিংয়ের জন্য নাকি খরচ শুরু হয় ২ লক্ষ টাকা থেকে। এখন শ্বেতা তার পরিবার নিয়ে খুব খুশি। বাবা ও মায়ের জন্য তার খুবই চিন্তা।

আজ বিয়ের অনুষ্ঠানে বিয়ের আসরে বসবে চাঁদের হাট – তা আর বলার অপেক্ষা রাখে না। শ্বেতা খুবই অকপট। তিনি স্পষ্ট কথা স্পষ্ট করেই বলেন। শ্বেতা জানায়,’যমুনা ঢাকি’ সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেমের শুরু। রুবেলই নাকি প্রথম প্রেম প্রস্তাব দেন। বেশ অনেক দিন অপেক্ষার পরে নায়কের প্রেমে সাড়া দেন নায়িকা। আজ শুরু হচ্ছে তাদের নতুন জীবন। আমাদের সকলের শুভেচ্ছা – নব দম্পতিকে।

The post আজ শ্বেতা ও রুবেলের বিয়ে – কি বলছে শ্বেতা appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2025/01/19/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/feed/ 0
আরজিকর মামলার রায় নিয়ে তীব্র ক্ষোভ বিনোদন জগতের একাংশের https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/ https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#respond Sat, 18 Jan 2025 17:09:38 +0000 https://theeasternchronicle.com/?p=34268 কমবেশি সকলেই বুঝতে পেরেছেন যে সঞ্জয় রায় প্রত্যক্ষভাবে ওই অপরাধের সঙ্গে যুক্ত। সে-ই ধর্ষণ ও হত্যার প্রথম সারিতে ছিল। তাই সঞ্জয়কে অপরাধী সাব্যস্ত করায় প্রথমিকভাবে সকলেই খুশি। কিন্তু এতো বড়ো একটা কান্ড শুধুই সঞ্জয় একা করেছে – এটা নাগরিক মহলের মতো বিনোদন জগতের অনেকেই মানতে পারছেন না। অনেকে এখানে ‘সেটিং’ শব্দটাকে আবার সামনে নিয়ে এসেছে। …

The post আরজিকর মামলার রায় নিয়ে তীব্র ক্ষোভ বিনোদন জগতের একাংশের appeared first on The Eastern Chronicle.

]]>
কমবেশি সকলেই বুঝতে পেরেছেন যে সঞ্জয় রায় প্রত্যক্ষভাবে ওই অপরাধের সঙ্গে যুক্ত। সে-ই ধর্ষণ ও হত্যার প্রথম সারিতে ছিল। তাই সঞ্জয়কে অপরাধী সাব্যস্ত করায় প্রথমিকভাবে সকলেই খুশি। কিন্তু এতো বড়ো একটা কান্ড শুধুই সঞ্জয় একা করেছে – এটা নাগরিক মহলের মতো বিনোদন জগতের অনেকেই মানতে পারছেন না। অনেকে এখানে ‘সেটিং’ শব্দটাকে আবার সামনে নিয়ে এসেছে। কিঞ্জল নন্দ, অভিনেতা তথা চিকিৎসক যিনি আরজি কর আন্দোলনে প্রথম দিন থেকে যুক্ত ছিলেন, বিচার চেয়ে বারবার পথে নেমেছিলেন তিনি এদিন জানান, ‘যার গেল তার গেল। ওঁর বাবা মায়ের ক্ষতি কোনও দিন পূরণ করতে পারব না। তবে চেষ্টা করব ওঁদের সঙ্গে থাকার ওঁরা যতদিন বাঁচবেন ততদিন।’ চৈতি ঘোষাল এদিন সাফ জানিয়ে দেন তিনি বিশ্বাস করেন না যে সঞ্জয় একা এই কাজ ঘটিয়েছে। বর্ষীয়ান অভিনেত্রী এদিন বলেন, ‘সঞ্জয় একাই দোষী এটা মানতে পারছি না। আর কেউ দোষী নয়? একার পক্ষে ওই তরুণী চিকিৎসককে অমন নৃশংস ভাবে খুন, ধর্ষণ করা সম্ভব, এটা বিশ্বাস করতে পারছি না ।’ এমন কথা নাগরিক মহলের অনেকেই বলেন। অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করুন।

 

 

 

এদিকে বামপন্থীরা তাদের পুরোনো অবস্থানে ফিরে এসে কেন্দ্র রাজ্যের সেটিং তত্ত্ব সামনে আনে। শিল্পী উষসী চক্রবর্তী এদিন জানান, ‘রাঘব বোয়ালরা অধরা থেকে গেল একজন বোড়েকে এভাবে ব্যবহার করে। সঞ্জয় দোষী, কিন্তু তার সঙ্গে যারা ছিল তাদের কারও গায়ে কোনও আঁচড় লাগল না?’ চালচিত্র ছবির পুতুল ওরফে তানিকা বসু জানিয়েছেন তিনি বিরক্ত এই রায় শুনে। তাঁর কথায়, ‘সঞ্জয় রায়ের কাঁধেই প্রথম থেকে বন্দুক রাখা ছিল। যাঁদের জামিন পাওয়ার তাঁরা ঠিকই জামিন পেয়ে গেল।’ প্রশ্ন উঠেছে, অজস্র প্রশ্নের উত্তর দিতে পারে নি CBI. তাই এই কেস চলবে আরও অনেকদিন। যতদিন না পর্যন্ত আরও অপরাধী ধরা পড়ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাবার কথা বলেছেন জুনিয়র ডাক্তারেরা।

The post আরজিকর মামলার রায় নিয়ে তীব্র ক্ষোভ বিনোদন জগতের একাংশের appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/feed/ 0
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কলকাতায় আসছেন না শর্মিলা https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/ https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/#respond Sat, 18 Jan 2025 17:08:04 +0000 https://theeasternchronicle.com/?p=34265 আগামী ১৯ জানুয়ারি প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম বার্ষিকী। সেই উপলক্ষে তাঁর কন্যা কলকাতায় আয়োজন করেছেন এক স্মারক বক্তৃতার। সেই বক্তৃতার অন্যতম বক্তা ছিলেন শর্মিলা ঠাকুর। কিন্তু দুঃখের সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি আসতে পারবেন না। ডাকাতি আটকাতে গিয়ে ছুরিকাঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হন সইফ আলি খান। তাঁর অস্ত্রোপোচারও হয়েছে। ছেলের এই শারীরিক …

The post সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কলকাতায় আসছেন না শর্মিলা appeared first on The Eastern Chronicle.

]]>
আগামী ১৯ জানুয়ারি প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম বার্ষিকী। সেই উপলক্ষে তাঁর কন্যা কলকাতায় আয়োজন করেছেন এক স্মারক বক্তৃতার। সেই বক্তৃতার অন্যতম বক্তা ছিলেন শর্মিলা ঠাকুর। কিন্তু দুঃখের সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি আসতে পারবেন না। ডাকাতি আটকাতে গিয়ে ছুরিকাঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হন সইফ আলি খান। তাঁর অস্ত্রোপোচারও হয়েছে। ছেলের এই শারীরিক পরিস্থিতিতে মা শর্মিলা তাই আপাতত শহরে আসছেন না বলে জানিয়েছেন। খবরে প্রকাশ, অভিনেত্রী জানান, তিনি কলকাতায় আসতে পারছেন না এই সময়। তবে পুরো বিষয়টি মিটে যাওয়ার পর তিনি অবশ্যই শহরে আসবেন। তাঁর এই না আসার খবরে তাই পৌলমী আপাতত ‘সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা’ মুলতবি রেখেছেন। অন্যান্য অনুষ্ঠান হলেও স্মারক বক্তৃতা এখন করা হবে না। পড়ে শর্মিলা ঠাকুরের সুবিধেস মতো সময়ে করা হবে। তবে অন্যান্য অনুষ্ঠান হচ্ছে।

 

 

 

পৌলমী জানিয়েছেন, দুপুরে ‘চন্দনপুরের চোর’ নাটক মঞ্চস্থ হবে। বিকেলে রূপম ইসলামের একটি ছোট্ট অনুষ্ঠান থাকবে। সন্ধ্যায় তিনটি নাটকের অংশ নিয়ে ‘শ্রুতি সংলাপ বিভঙ্গ’ নামক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ১৫ জানুয়ারি ভোরে গুরুতর আহত হয়ে সইফ আলী হসপিটালে ভর্তি হন। তার আঘাত যথেষ্ট সিরিয়াস হলেও এখন তিনি বিপদ মুক্ত। আমরা সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

The post সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কলকাতায় আসছেন না শর্মিলা appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
আর্ট ফিল্ম ও কমারশিয়াল ফিল্মের সীমারেখা নিয়ে কি বললেন অপর্ণা https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ab/ https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ab/#respond Sat, 18 Jan 2025 17:06:52 +0000 https://theeasternchronicle.com/?p=34262 সামনেই প্রকাশ পাচ্ছে পরমব্রত পরিচালিত অপর্ণা সেন ও অঞ্জন দত্ত অভিনীত এই রাত তোমার আমার। এদিন দুই অভিনেতাকে কাজ নিয়ে আড্ডা দিতে দেখা যায়। সেখানেই অপর্ণা সেন বলেন, ‘বাণিজ্যিক ছবিতে যে অভিনয় করছিলাম সেই অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। সব সময় সবাইকে কেমন দেখতে, কেমন দেখাচ্ছে এটা নিয়ে ব্যতিব্যস্ত ছিল। আমি যখন উৎপল দত্তের প্রফেসর …

The post আর্ট ফিল্ম ও কমারশিয়াল ফিল্মের সীমারেখা নিয়ে কি বললেন অপর্ণা appeared first on The Eastern Chronicle.

]]>
সামনেই প্রকাশ পাচ্ছে পরমব্রত পরিচালিত অপর্ণা সেন ও অঞ্জন দত্ত অভিনীত এই রাত তোমার আমার। এদিন দুই অভিনেতাকে কাজ নিয়ে আড্ডা দিতে দেখা যায়। সেখানেই অপর্ণা সেন বলেন, ‘বাণিজ্যিক ছবিতে যে অভিনয় করছিলাম সেই অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। সব সময় সবাইকে কেমন দেখতে, কেমন দেখাচ্ছে এটা নিয়ে ব্যতিব্যস্ত ছিল। আমি যখন উৎপল দত্তের প্রফেসর মামলকে অভিনয় করেছিলাম তখন এসব ভাবতাম না তো, মৃণাল কাকা (মৃণাল সেন) সহ আর যাঁরা যাঁরা এসেছিলেন সবাই ভালো বলেছিলেন। আমি তখন একবারও ভাবিনি যে কেমন দেখাচ্ছে। এখানে এসে প্রোফাইল ভালো না, হাঁটা ভালো না। অসহায় লাগত, খারাপ লাগত। তিনি মনে করেন বাণিজ্যক ছবির লুকটাই প্রধান হয়ে উঠেছে, অভিনয়টা নয়।

মেনস্ট্রিম সিনেমা নিয়ে তাঁর কোনো বিরক্তি নেই, কিন্তু তিনি নিজেকে মানাতে পারেন না। তিনি বলেন, ‘এখন যে মেনস্ট্রিম হচ্ছে সেটা আলাদা আমাদের সময় যা ছিল সেটার থেকে। আমাদের সময় মেনস্ট্রিম বড় এক রকম ছিল। রোম্যান্টিক নায়িকা মানেই ন্যাকা ন্যাকা, মুখ নিচু করে উপর দিকে তাকানো, এসব ব্যাপার। আমার খুব খারাপ লাগত। আমার ভালো লাগত কমেডি করতে, যেমন বসন্ত বিলাপ, ইত্যাদি। ওগুলোতে ন্যাকামি করলেও মজার করে করা যেত। আমার কমেডি করতে ভালো লাগে।’ অভিনয় থেকে পরিচালনায় মন। কিন্তু কেন? এই বিষয়ে অপর্ণা সেন জানান, ‘অভিনয় করে আনন্দ পাচ্ছিলাম না। একটা ফ্রাস্ট্রেশন থেকে মনে হয়েছিল যে আর ভালো লাগছে না। মন ভরত না। তাই পরিচালনায় আসা। আর মনে হয় যে পরিচালক যদি কাজ জানে তবে অভিনয় করব।’ প্রসঙ্গত আগামী ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই রাত তোমার আমার। এখন দেখার সেই ছবি কেমন হবে।

The post আর্ট ফিল্ম ও কমারশিয়াল ফিল্মের সীমারেখা নিয়ে কি বললেন অপর্ণা appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ab/feed/ 0
বাড়ির পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আহত সইফ https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be/ https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be/#respond Sat, 18 Jan 2025 17:05:38 +0000 https://theeasternchronicle.com/?p=34259 নবাব পুত্র সইফ গুরুত্বরভাবে আহত হয়েছেন বুধবার মধ্যরাতে। কিন্তু কিভাবে ও কেন ঘটনাটা ঘটলো তা নিয়ে মানুষের অনেক কৌতূহল। এবার সামনে আসলো সেই খবর। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবারের সন্ধিক্ষণে রাত ২.৩০ নাগাদ সইফের উপর আক্রমণ করা হয়৷ সইফের বাড়ির পরিচারক ইলিমা ফিলিপস আলিয়াস লিমা জানান, তিনি আততায়ীকে আটকানোর চেষ্টা করেন। সেই ধস্তাধস্তিতে …

The post বাড়ির পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আহত সইফ appeared first on The Eastern Chronicle.

]]>
নবাব পুত্র সইফ গুরুত্বরভাবে আহত হয়েছেন বুধবার মধ্যরাতে। কিন্তু কিভাবে ও কেন ঘটনাটা ঘটলো তা নিয়ে মানুষের অনেক কৌতূহল। এবার সামনে আসলো সেই খবর। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবারের সন্ধিক্ষণে রাত ২.৩০ নাগাদ সইফের উপর আক্রমণ করা হয়৷ সইফের বাড়ির পরিচারক ইলিমা ফিলিপস আলিয়াস লিমা জানান, তিনি আততায়ীকে আটকানোর চেষ্টা করেন। সেই ধস্তাধস্তিতে হাতে ছুরির আঘাতও পান তিনি। তাঁর চিৎকার শুনেই নাকি তড়িঘড়ি ছুটে আসেন সইফ। পুলিশ সূত্রে খবর, সইফ তখন সেই আততায়ীকে আটকানোর চেষ্টা করেন। সেই হাতাহাতিতেই নাকি সইফকে ছুরি দিয়ে আঘাত করে সেই আততায়ী। অভিযুক্ত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সিসিটিভি ফুটেজে সে ধরা পড়ে। পরবর্তী তদন্তের পর পরিষ্কার হবে বলে জানিয়েছেন সিনিয়র অফিসার।

 

 

 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সইফের দেহে মোট ছ’টি ছুরিকাঘাত আছে৷ সেগুলির মধ্যে দু’টি আঘাত গুরুতর এবং তার মধ্যে একটি শিরদাঁড়ার খুব কাছেই৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে৷ প্রাথমিক ভাবে বিপন্মুক্ত অভিনেতা। এই খবরে বিচলিত হয়ে ওঠে মুম্বই বিনোদন জগৎ। সকাল থেকেই হসপিটালে দেখা যায় সিনেমা জগতের বহু সেলিব্রিটিকে।

The post বাড়ির পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আহত সইফ appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be/feed/ 0
লীলাবতী হাসপাতালে বন্ধুকে দেখতে ছুটে এলেন শাহরুখ খান https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%95/ https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%95/#respond Sat, 18 Jan 2025 17:04:10 +0000 https://theeasternchronicle.com/?p=34256 মুম্বই ফিল্ম জগতে নাড়া পরে গেছে এই আক্রমনের ঘটনায়। বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েন বলি তারকা সইফ আলি খান। ডাকাতির চেষ্টা করা হয় অভিনেতার বাড়িতে। আর তখনই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ আলি খান। অভিনেতার স্বাস্থ্যের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ সকাল থেকেই হাসপাতালে ভিড় জমাচ্ছেন বলি …

The post লীলাবতী হাসপাতালে বন্ধুকে দেখতে ছুটে এলেন শাহরুখ খান appeared first on The Eastern Chronicle.

]]>
মুম্বই ফিল্ম জগতে নাড়া পরে গেছে এই আক্রমনের ঘটনায়। বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েন বলি তারকা সইফ আলি খান। ডাকাতির চেষ্টা করা হয় অভিনেতার বাড়িতে। আর তখনই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ আলি খান। অভিনেতার স্বাস্থ্যের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ সকাল থেকেই হাসপাতালে ভিড় জমাচ্ছেন বলি তারকারা৷ জানা গেছে, সইফ আলি খানকে ৬ বার ছুরি দিয়ে কোপ মারা হয়, যার মধ্যে ২টি গভীর ক্ষত রয়েছে। হামলার পর সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকেরা বলছেন, তিনি এখন বিপদমুক্ত। তবে কিছুদিনের পর্যবেক্ষণে থাকতে হবে। প্রচুর ব্লিডিং হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ক্ষত

এতটাই গভীর যে অপারেশন করতে হয়েছে৷ হাসপাতাল সূত্রের খবর, অস্ত্রপোচারের পর তিনি আইসিইউ-তে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন৷ ইতিমধ্যেই অভিনেতাকে নিয়ে তোলপাড় বলিউড৷ খবর পেয়ে সব কাজ পেয়ে লীলাবতী হাসপাতালে বন্ধুকে দেখতে ছুটে এলেন শাহরুখ খান৷ দীর্ঘ ৪ দশকের বন্ধুর এই অবস্থার কথা শুনেই বন্ধুর পাশে এসে দাঁড়ালেন বলিউডের বাদশা।

The post লীলাবতী হাসপাতালে বন্ধুকে দেখতে ছুটে এলেন শাহরুখ খান appeared first on The Eastern Chronicle.

]]>
https://theeasternchronicle.com/2025/01/18/%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%95/feed/ 0