ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না
(১) মেকাপ
কোন প্রোগ্রাম থাকলে সচরাচর অনেক হেভি মেকাপ করা হয়। আর আপনারা যেই কাজটা করে থাকেন তা হল কোন প্রোগ্রামে সাজগোজ করার পূর্বেই ফেসিয়াল করে থাকেন। যেটা করা একদমই উচিত না। অবশ্যই ফেসিয়াল অন্তত একদিন আগে করবেন। কারণ ফেসিয়াল করার পরপর যদি মেকাপ করা হয় ত্বকের অনেক ধরণের সমস্যা হতে পারে। আর ফেসিয়ালের পর যখন আপনি মেকাপ করবেন অবশ্যই আগের ব্যবহৃত মেকাপ ব্রাশ, ব্লেন্ডার পরিষ্কার করে নিবেন। এতে করে আপনার ত্বকে কোন ধরণের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না।
(২) জিম
অনেকেই শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্যে জিমে যান আপনারা। অবশ্যই এটা অনেক ভালো। তবে ফেসিয়াল যেদিন করবেন সেদিন ফেসিয়ালের পূর্বে যাবেন। আর যদি কোন কারণে ফেসিয়ালের পূর্বে না যাওয়া হয় তবে অবশ্যই ফেসিয়ালের পরে যাবেন না। সুতরাং যেদিন ফেসিয়াল করাবেন সেদিনই ফেসিয়ালের পরপর জিমে যাওয়া থেকে বিরত থাকুন।
(৩) এক্সফলিয়েটর/ স্ক্রাবের ব্যবহার
আপনারা হয়ত জানেন যে এক্সফলিয়েটর অথবা স্ক্রাব ব্যবহার করতে হয় সপ্তাহে ২/৩ বার। এর থেকে বেশি করা হলে ত্বকের ক্ষতি হতে পারে। ফেসিয়াল করার সময় দেখা যায় এক্সফলিয়েটর/ স্ক্রাব ব্যবহার করা হয়ে থাকে। তাই অন্তত ৩-৪ দিন অবশ্যই এক্সফলিয়েটর/ স্ক্রাব ব্যবহার করবেন না।
(৪) ওয়াক্সিং এবং লেজার ট্রিটমেন্ট
ফেসিয়ালের পর লেজার ট্রিটমেন্ট –
যদি আপনি মুখে কোন প্রকার ওয়াক্সিং কিংবা লেজার ট্রিটমেন্ট করাতে চান তবে অবশ্যই এক সপ্তাহ অপেক্ষা করুন ফেসিয়াল করার পরে।
(৫) সূর্যোতাপ
ফেসিয়ালের পর কিছুদিন পর্যন্ত সূর্যের তাপে না যাওয়ার চেষ্টা করবেন। কারণ মুখে অনেক ধরণের প্রোডাক্ট ব্যবহার করা হয় অনেক সময় আর এতে ক্ষতি হতে পারে সূর্যের তাপে। আর রোদে বের হতে হলে সানস্ক্রিন ব্যবহার করুন।আগে থেকে সাবধান থাকাটাই আপনার জন্যে নিরাপদ।
সুতরাং ফেসিয়ালের পর এই কাজগুলো করা থেকে বিরত থাকুন এবং আপনার ত্বককে রাখুন সুন্দর, মসৃণ ও প্রাণবন্ত।