টলিউডে যেন প্রেমের মরশুম! তার মাঝেই প্রেমের ইস্তেহার তথাগত মুখোপাধ্যায়ের। একই পেশায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তাঁরা। সহকারী পরিচালকের ‘আলো’তেই এই মুহূর্তে আলোকিত পরিচালকের জীবন। শনিবার, প্রেম দিবসের পরের দিনই সমাজমাধ্যমে প্রেমিকা আলোকবর্ষা বসুর সঙ্গে ছবি পোস্ট করলেন তথাগত।
দু’টি নিজস্বীতেই একেবারে খোশমেজাজে ধরা দিয়েছেন অভিনেতা তথা পরিচালক। মজার মুখাভঙ্গি করে পোজ দিয়েছেন আলোকবর্ষা বসুও। নিজস্বীর ক্যাপশনে তথাগত লেখেন, ‘যেসব আলো সানগ্লাস দিয়েও আটকানো যায় না…..দিন আলাদা। আলো আলাদা। হাসির কন্টিউনিউটি এক।’
দিন কয়েক আগে হঠাৎ-ই তথাগতর প্রেমের খবর ছড়িয়ে পড়ে। শোনা যায়, নতুন করে নাকি প্রেমে পড়েছেন তিনি। কিন্তু কে সেই রহস্যময়ী নারী? প্রশ্ন খুঁজছিলেন অনুরাগীরাও। অবশেষে নিজেই ভালবাসাকে প্রকাশ্যে আনলেন পরিচালক। প্রেম দিবসের আগে নিজেই সম্পর্কে সিলমোহর বসালেন তিনি।