রণবীর ইলাহাবাদিয়াকে নিয়ে বিতর্ক যেন বেড়েই চলেছে। জনপ্রিয় এই ইউটিউবারকে নিয়ে এই মুহূর্তে দুই শ্রেণিতে বিভক্ত সমাজমাধ্যম। ‘সঙ্গম’ বিতর্ক নিয়ে যেখানে এক প্রান্ত থেকে ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ, সেখানে দাঁড়িয়েই বর্ষীয়ান গীতিকার স্বানন্দ কিরকিরেকে পাশে পেলেন রণবীর। তাঁর মতে, এ বার ক্ষমা করে দেওয়া উচিত নেটপ্রভাবীকে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বানন্দকে জিজ্ঞাসা করা হয় এই প্রসঙ্গে। তিনি বলেন, “সব কিছুর মধ্যেই একটা শালীনতা বজায় রাখা উচিত। এর কিছুটা দোষ এই ক্যামেরারও। আসলে ক্যামেরা আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠেছে। কোন কথাগুলো বন্ধুদের সামনে এবং কোনগুলো পরিবারের সামনে বলা উচিত, এই পার্থক্যটা অধিকাংশ মানুষ বুঝতে পারেন না। দু’জনেই ক্ষমা চেয়েছেন। এ বার তাঁদের ক্ষমা করে দেওয়া উচিত।”
পাশাপাশি তিনি আরও বলেন, “আমাদের দেশ তথা গোটা বিশ্বে এমন অনেক কিছু আছে, যা আমাদের বলা উচিত নয়। কিন্তু তাও মানুষ বলেন। সেটা ভুল। তাঁদের যে শাস্তিটা প্রাপ্য ছিল, সেটা তাঁরা পেয়েছেন। এমনকি কাঁদতে কাঁদতে তার জন্য ক্ষমাও চেয়েছেন। এরপর তাঁদের ক্ষমা করে দেওয়া উচিত।”
বিতর্কের সূত্রপাত সময় রায়নার ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ নামক একটি শোয়ের হাত ধরেই। যেখানে রণবীরকে মন্তব্য করতে শোনা যায়, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করে দিতে চাইবে?” এই প্রশ্ন এবং ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের বন্যা ধেয়ে এসেছে রণবীর এবং সময়, উভয়ের দিকেই।