হিসেব কষলে ৪৮৭ দিন। অবশেষে ওডিআইতে দেখা গেল হিটম্যান শো। এল সেঞ্চুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মার ঝুলিতে এল ৩২ তম সেঞ্চুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয়, দেশের মাটিতে চতুর্দশ। ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন।
মাত্র ৭৬ বলে সেঞ্চুরি করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মঞ্চও তৈরি করে দিলেন। করলেন ৯০ বলে ১১৯ রান। এরমধ্যে ১২ চার আর ৭ ছয়। আর ছক্কা হাঁকিয়েই পূর্ণ করেন কটকে সেঞ্চুরি।