এও যেন এক প্রকার নজির! দ্বিতীয়বার বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘সনম তেরি কসম’। প্রথম দু’দিনের বক্সঅফিস আয়ের কাছে হার মানল ছবিটির প্রকৃত মুক্তি অর্থাৎ ২০১৬ সালের বক্সঅফিসের উপার্জন। দ্বিতীয়বার পছন্দের ছবিকে বড়পর্দায় ফিরে পেয়ে উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা।
২০১৬ সালে মুক্তি পেয়েছিল রাধিকা রাও এবং বিনয় সাপ্রু পরিচালিত ছবি ‘সনম তেরি কসম’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হর্ষবর্ধন রানে এবং পাক অভিনেত্রী মাওরা হোকেন। ৯ বছর আগে বক্স অফিসে আশানরূপ ফল করতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে অনুরাগীদের মনজয় করতে সফল হয়েছিল এই ছবি। সেই চিত্রই ধরা পড়ল সাম্প্রতিক সময়ে।
প্রেমের সপ্তাহে আবারও বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘সনম তেরি কসম’। প্রথমবার মুক্তি পাওয়ার পর যত টাকার ব্যবসা করেছিল এই ছবি, তাকেও ছাপিয়ে গেল দ্বিতীয়বার মুক্তির বক্সঅফিস কালেকশন। ৯ বছর আগের হিসেব বলছে, প্রথম দিনে এই ছবি ব্যবসা করেছিল প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। প্রথম সপ্তাহে ৪ কোটি ৬৬ লক্ষ এবং মোট আয় ১৬ কোটি টাকা।
সাম্প্রতিক সময়ের বক্সঅফিসের কালেকশনে চোখ বোলালে দেখা যাবে প্রথম দিনের লক্ষ্মীলাভ গত বারের প্রথম দিনের তুলনায় প্রায় তিন গুণ। প্রথম দিনের আয় ৪ কোটি ২৫ লক্ষ টাকা। দ্বিতীয় দিনে আয়ের পাতায় যোগ হয় আরও ৫ কোটি টাকা। আর তৃতীয় দিনে আরও ৫ কোটি ৭৫ লক্ষ। সব মিলিয়ে মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ১৫ কোটির ঘরে বহুল চর্চিত এই ছবি। বলাই যায়, সদ্য মুক্তি পাওয়া দুই ছবি ‘লাভিয়াপ্পা’ এবং ‘ব্যাডঅ্যাস রবিকুমার’কেও ভালই টক্কর দিয়ে এগিয়ে চলেছে ৯ বছর আগের ‘সনম তেরি কসম’।