ইয়ালিনী এবার আদুরে উপহার পেল মাসি ঋতাভরী চক্রবর্তীর থেকে। তবে কি কি উপহার পেল রাজ-কন্যা? এই খবর শুভশ্রী নিজেই জানিয়েছেন, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
সমাজমাধ্যমে একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন রাজ-ঘরনি। সেখানে দেখা যাচ্ছে,খুদে ইয়ালিনী ব্যস্ত কিছু দেখতে। খুদের পরনে সাদা রঙের একটি জামা। মাথায় দু’দিকে দু’টো ঝুঁটি বাধা। কিন্তু অদ্ভুতভাবে ইয়ালিনীর মাথায় নজর কাড়ছে সুন্দর পাথরের একটি টিয়ারা। খুদের হাতে ছোট একটি কৌটো এবং সামনে রাখা একটি বাক্স। তবে কি কি উপহার এসেছে মাসির তরফে, তা ছবি দেখে একেবারেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। অন্যদিকে ছবিতে ঋতাভরীকে মেনশন করে শুভশ্রী লিখেছেন,’ওর সবকিছু পছন্দ হয়েছে।’
অন্যদিকে ঋতাভরী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুভশ্রীর স্টোরিটি শেয়ার করে ভালোবাসা জানিয়েছেন।
সম্প্রতি, ঋতাভরীর ক্যালেন্ডার লঞ্চে বিশেষ অতিথি ছিলেন শুভশ্রী। সেখানেই, লাল রঙের একটি গাউনে হাজির হয়েছিলেন রাজ পত্নী। এমনকি এদিনের এই অনুষ্ঠানে ঋতাভরী তাঁর মা এবং শুভশ্রীর একটি ছবি সমাজমাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘ইউভান-ইয়ালিনীর মা আর আমার মা। প্রিয় ফ্রেম। এই দুই অসামান্য নারী যাঁদের আমি ভালবাসি।’