কার জন্য রেটিনল?
অ্যান্টি-এজিং স্কিনকেয়ার-এ অতি কার্যকরী এই রেটিনল সবার জন্য কিছু নয়! নিচের পয়েন্ট-গুলো চেক করে জেনে নিন রেটিনল আপনার জন্য কেমন হবে।
- রেটিনল স্কিনকেয়ার রুটিনে অ্যাড করার বেস্ট বয়স হচ্ছে ২৭-২৮। এই বয়সে কসমেটিক রেটিনল (মানে নরমালি রেটিনল অ্যাডেড স্কিনকেয়ার যা বাজারে কিনতে পাওয়া যায়) ইউজ শুরু করাটা বেস্ট, কারণ এই বয়সে ‘ফাইন লাইন’, ‘রিঙ্কেল’- প্রিভেনশনে এটা কাজ করবে আবার এক্সিজটিং ফাইনলাইন কমাতেও সাহায্য করবে।
- আপনি কি ফিল্ড ওয়ার্ক করেন? প্রতিদিন খুব কম সময় হলেও আপনাকে সকাল ৯টা থেকে বিকেল ৪টার রোদে কোন প্রটেকশন ছাড়া কাজ করতে হয়? তাহলে রেটিনল আপনার জন্য নয়! ডাইরেক্ট সানলাইট অ্যাভয়েড করা যায় এমন লাইফস্টাইল থাকলে নির্দিষ্ট বয়সে রেটিনল ইউজ করতে পারেন নিশ্চিন্তে।
- বয়স ঠিক আছে, লাইফস্টাইলও ঠিক আছে? কিন্তু সানস্ক্রিন ইউজ করেন না একেবারেই? তাহলে রেটিনল আপনার জন্য না! রেটিনল ইউজ করার বিন্দু মাত্র ইচ্ছা থাকলে আগে ১০০% পারফেক্ট সানস্ক্রিন রুটিন তৈরি করতে হবে।
- আপনার স্কিন খুবই সেনসিটিভ? খুব ইজিলি রেড হয়ে যায়, র্যাশ হয়? তাহলে বলব নিজে নিজে স্কিন-এর উপর ট্রায়াল না চালিয়ে ডারমাটোলোজিস্ট-এর কাছে গিয়ে সাবস্টিটিউট কোন রেটিনয়েড বা ‘রেটিনাইল পালমিটেট’ সাজেশন নিন।
কতদিনে রেটিনলের ইফেক্ট দেখা যাবে?
ফাইন লাইন, রিঙ্কেল, ত্বকের তারুণ্য ফিরিয়ে আনার জন্য যদি রেটিনল ইউজ শুরু করেন তবে নিয়মিত ব্যবহারের ৪ মাসের ভেতরে একটা পজিটিভ চেঞ্জ আশা করতে পারেন। বলাই বাহুল্য, এই পরিবর্তনের জন্য অবশ্যই রেটিনল ব্যবহারের সব নিয়মগুলো মানতে হবে।
বাজারে পাওয়া যায় এমন কিছু রেটিনল যুক্ত প্রোডাক্ট
উপরের চেকলিস্ট-এ নিজের ক্রাইটেরিয়া মিলিয়ে যদি দেখেন রেটিনল ট্রাই করার অবস্থা আপনার আছে, তবে শুরু করতে চাইলে নিচের লিস্ট-এর প্রোডাক্ট-গুলো বেঁছে নিতে পারেন। এগুলো খুবই মাইলড মানে, বিগিনার-এর ত্বকে খুব বাজে ইফেক্ট ফেলবে না এভাবেই ফরমুলেটেড।