১. চন্দন এবং দুধের ফেইস প্যাক
প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-
চন্দনের তেল
১ টেবিল চামচ পাউডার দুধ
গোলাপ জল
যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন-
একটি বোলে পাউডার দুধ নিয়ে তাতে কয়েক ফোঁটা চন্দনের তেল যোগ করুন। তারপর এতে পরিমাণমত গোলাপ জল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এবারে প্যাক-টি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন ২০-২৫ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
এটি শুষ্ক ত্বকের জন্য উপকারী। এটি ত্বকের Ph ব্যালেন্স ঠিক রাখে। সর্বোত্তম ফলাফল পেতে সপ্তাহে তিন বার ব্যবহার করুন।
২. চন্দন, নারকেল এবং বাদাম তেলের ফেইস প্যাক
প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-
১ চা চামচ চন্দন গুঁড়া
১/৪ চা চামচ নারকেল তেল
১/৪ চা চামচ বাদাম তেল
গোলাপ জল
যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন-
চন্দনের গুঁড়ার সাথে কয়েক ফোঁটা করে নারকেল ও বাদাম তেল যোগ করুন। এবার মসৃণ পেস্ট তৈরি করার জন এর সাথে গোলাপ জল মিশিয়ে নিন। পেস্ট তৈরি হয়ে গেলে এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য অপেক্ষা করুন। ভালোভাবে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাক-টি তৈলাক্ত ত্বকের জন্য খুব উপকারী কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। ভালো রেজাল্ট পেতে সপ্তাহে ২ বার ইউজ করুন।
৩. চন্দন, টমেটোর রস এবং মুলতানি মাটির ফেইস প্যাক
প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-
১/২ চা চামচ চন্দন পাউডার
১/২ চা চামচ টমেটোর রস
১/২ চা চামচ মুলতানি মাটি
গোলাপ জল
প্যাক-টি যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন-
চন্দন পাউডারের সাথে টমেটোর রস এবং মুলতানি মাটি ভালো ভাবে মিশিয়ে নিন। তারপর এর সাথে অল্প অল্প করে গোলাপ জল যোগ করে পেস্ট বানিয়ে নিন। এবারে এই প্যাকটি আপনার মুখে লাগিয়ে রাখুন প্রায় ৩০ মিনিট। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাক-টি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং ভেতর থেকে ত্বকের ময়লা দূর করে ত্বককে খুব অল্প সময়ে উজ্জ্বল করে তোলে। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক-টি বিশেষ উপকারী।
৪. চন্দন ও কমলার খোসার ফেইস প্যাক
প্যাকটি তৈরিতে যা যা লাগবে-
১ চা চামচ চন্দন পাউডার
১ চা চামচ কমলার খোসার পাউডার
১.৫ চা চামচ গোলাপ জল
ত্বকের জেল্লা বাড়াতে চন্দন ও কমলার খোসার ফেইস প্যাক