এক চুমুতেই শেষ নয়! কনসার্টে আবারও এক মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডোবালেন উদিত নারায়ণ। এমনিতেই চুমুকাণ্ডে সমালোচনায় বিদ্ধ জনপ্রিয় শিল্পী। একটি ঘটনার রেশ কাটতে কাটতেই আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে। চুম্বনরত উদিতকে দেখে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ওই একটি কনসার্টই শেষ নয়। একের পর এক প্রকাশ্যে আসছে উদিতের ‘ভাইরাল’ কনসার্টের ঝলক। নতুন করে প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে ফের গান গাইতে গাইতে তরুণীর ঠোঁটে ঠোঁট রাখছেন গায়ক।
এ বার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, মঞ্চে হাঁটু মুড়ে বসে আছেন উদিত। মঞ্চের নীচে অনুরাগীদের সমাগম। রয়েছে মহিলা ভক্তদের ভিড়ও। এ বারও এক তরুণী এগিয়ে আসেন নিজস্বী তোলার অনুরোধ নিয়ে। ছবি তোলার পর পিছন থেকে আলিঙ্গন করে গালে গাল ঠেকান উদিত। আর তার পরেই সোজা ওই মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দেন বর্ষীয়ান তারকা। ঠিক একইভাবে সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে ঝলক মিলেছিল উদিত নারায়ণের কীর্তির।
শুধু অনুরাগীই নন, গায়কের চুম্বন কাণ্ডের পর থেকে এমন বহু ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কখনও শ্রেয়া ঘোষাল কিংবা কখনও অলকা ইয়াগনিকের গালে চুম্বন আঁকতে ব্যস্ত উদিত। সম্প্রতি ভাইরাল হয়েছে বহু পুরনো একটি ভিডিয়ো। বছর কয়েক আগে সেরা গায়িকার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়ার সময়তেই মঞ্চে দাঁড়িয়ে থাকা শ্রেয়াকে জড়িয়ে ধরেন উদিত। আর তারপরেই গালে ঠোঁট ছুঁইয়ে দেন তিনি। অভিব্যক্তিতেও ধরা পড়েছিল যে খানিকটা অপ্রস্তুতই হয়ে পড়েছেন শ্রেয়া।
যদিও এই সবকিছুতে পাত্তা দিতেই নারাজ স্বয়ং উদিত নারায়ণ। উদিতের কথায়, “আসলে অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো করতে থাকে। আমরা এমন নই। আমরা অনেক ভদ্র। কিছু অনুরাগী এই ভাবেই নিজেদের ভালবাসা প্রকাশ করেন। এই বিষয়ে এত বেশি মাথা ঘামানো উচিত নয়।”