বাঞ্জি জাম্পিং করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনা! খাদে পড়ে মৃত্যু নোরা ফতেহির? চারদিকে শোরগোল পড়ে গিয়েছে। সত্যটা কী? এবার এই ঘটনায় বিবৃতি জারি করল অভিনেত্রীর টিম।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানলে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন অভিনেত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নয়া আতঙ্ক। সদ্যই ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে ঘিরে খবর হয়, খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির। বাঞ্জি জাম্পিং করতে গিয়েই নাকি এই বিপত্তি।
ইনস্টাগ্রামে একটি পেজ থেকে একটি ভিডিয়োটি ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, পাহাড়ের মাঝে আটকে পড়েছে এক মেয়ে। ক্যাপশনে লেখা, ‘দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী নোরা ফতেহির মৃত্যু হয়েছে।’ যদিও অনেক দূর থেকে এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছিল বলে সেই তরুণীর মুখশ্রী অস্পষ্ট ছিল বললেই চলে।
খবরটি ছড়িয়ে পড়তেই নতুন করে অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। সত্যিই কি আর নেই নোরা? অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে অভিনেত্রীর দলের সদস্যরা। বলা হয়েছে, খবরটি একেবারেই ভুয়ো। সমস্ত তথ্যই গুজব বলে জানিয়েছে অভিনেত্রীর টিম। তাঁরা বলছেন, ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে যিনি ছিলেন, তিনি অন্য এক মেয়ে। নোরা ফতেহি নন। তা হলে আসলে কেমন আছেন এখন নোরা? অভিনেত্রীর সুস্থতা এবং সম্পূর্ণ নিরাপদে থাকার খবরই জানিয়েছে গোটা টিম।