বিনোদন

হাতে নেই কাজ, অভিনয় থেকে সাময়িক দূরে থেকেও দেহের ওজন নিয়ে মিলেছে কটাক্ষ

হাতে নেই কাজ, অভিনয় থেকে সাময়িক দূরে থেকেও দেহের ওজন নিয়ে মিলেছে কটাক্ষ। ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে নিজের তুলনা টানলেন স্বরা ভাস্কর। বললেন, “যে কোনও পরিস্থিতিতে মহিলাদেরই সমালোচিত হতে হয়।”

 

বরাবরই স্পষ্টবাদী তিনি। অভিনেত্রীর মতে, ঠিক এই কারণেই নাকি কাজের ক্ষেত্রে ভাটা পড়েছে তাঁর কর্মজীবনেও। এখানেই শেষ নয়, চেহারার জন্য অনবরত কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। ২০২৩-এর সেপ্টেম্বর স্বরার কোলে আসে তাঁর প্রথম সন্তান। আর তার পরেই দেহে পরিবর্তন এসেছে স্বাভাবিক নিয়মে। বৃদ্ধি পেয়েছে ওজন। যার কারণে একাধিকবার নিন্দকদের নিশানায় পড়তে হয়েছে তাঁকে। এ বার এই প্রসঙ্গ ধরেই ঐশ্বর্যার সঙ্গে নিজের তুলনা টানলেন ‘ভিরে দি ওয়েডিং’ খ্যাত নায়িকা।

 

অভিনেত্রীর মতে, ওজন বৃদ্ধি পাক কিংবা কমে যাক, যে কোনও পরিস্থিতিতেই মহিলাদের নিয়ে সমালোচনা হয়েই থাকে। যে তালিকা থেকে বাদ যান না স্বয়ং বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই-ও। স্বরা এক সাক্ষাৎকারে বলেন, “রুপোলি জগতের মহিলারা কখনও সমালোচনা থেকে বাদ পড়েন না। কোনও না কোনও ভাবে তাঁদের উপর আতশকাচ থাকেই। মহিলারা জীবনে কী করছেন, কী ভাবে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন— সব নিয়েই খাপ পঞ্চায়েত চলে।”

 

মাতৃত্ব এবং ওজন বাড়ার প্রসঙ্গ নিয়ে ঐশ্বর্যার কথা উল্লেখ করে স্বরা বলেন, “আমার মনে আছে এক সাক্ষাৎকারে ঐশ্বর্যাকে প্রশ্ন করা হয়েছিল, কবে তিনি আবার ওজন ঝরিয়ে নির্দিষ্ট আকারে ফিরছেন? খুব মার্জিত ভাবে উত্তরটা দিয়েছিলেন তিনি। ওই জায়গায় অন্য কেউ থাকলে তৎক্ষণাৎ রেগে গিয়ে কিছু একটা বেফাঁস উত্তর দিয়ে দিতেন। কিন্তু ঐশ্বর্যা খুব ভদ্র ভাবে উত্তর দিয়েছিলেন, ‘সন্তান আসার পরে এটাই আমার জীবন। এই ভাবেই আমি বাঁচছি। কোনও ভণিতা নেই।’ খুব ভাল লেগেছিল ওঁর কথাটা। তাহলে ভাবুন, সবচেয়ে সুন্দরী মহিলাকেও এমন কটাক্ষের সম্মুখীন হতে হয়। আমি আর কে!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.