অফবিট

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?

সিরাম কী? আর আমাদের ত্বকে সিরামের কাজ কী?

সিরাম হচ্ছে মূলত হাইলি কনসেনট্রেটেড পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টগুলোকে অনেক লাইট বা থিন ফর্মুলার আকারে তৈরি করা হয়। যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের স্কিনের কোনো স্পেসিফিক প্রবলেমকে টার্গেট করে কাজ করে। সিরাম আমাদের স্কিনের একদম ভেতরের লেয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই এটি আমাদের ত্বকে খুব দ্রুত কাজ করে। রেগুলার স্কিন কেয়ারের পাশাপাশি স্কিনের কমন কিছু প্রবলেমস যেমন- স্পট বা পিগমেন্টেশনের সমস্যা, সান ট্যান, ব্রণের দাগ, আন ইভেন স্কিন টোন বা রিঙ্কেলসের সমস্যা। এই সমস্যাগুলোকে টার্গেট করে সমধান দিতে কাজ করে সিরাম।

 

কীভাবে কাজ করে নিয়াসিনামাইড?

ত্বকের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করতে সাহায্য করে এই নিয়াসিনামাইড। আর হেলদি স্কিন সেলের মাধ্যমে ত্বকের পিম্পল, কালো স্পটগুলো ঢেকে যায়। নিয়াসিনামাইড ‘সিরামাইড’ নামের লিপিড তৈরিতে সাহায্য করে, যা আমাদের স্কিনের বাইরের প্রোটেক্টিভ লেয়ারটাকে মেনটেইন করে। ফলাফল, রিঙ্কেলস আর ফাইন লাইন্স কমে আসে আর পোরস ছোট হয়ে আসে। তাই বুঝতেই পারছেন স্কিনকে স্মুথ, ময়েশ্চারাইজড আর হেলদি রাখার জন্য নিয়াসিনামাইড কতটা কার্যকরী।

 

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% রিভিউ

প্যাকেজিং

সাদা এবং হালকা বেগুনী রঙের প্যাকেটে মোড়ানো অবস্থায় পাবেন এই সিরামটি। ৩০ এম.এল এর একটি কন্টেইনারে থাকে সিরামটি। এর প্যাকেজিং খুবই সিম্পল, যা দেখতে আমার কাছে বেশ ভাল লেগেছে। প্যাকেটের গায়ে এক দিকে ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেয়া আছে। অন্যদিকে এই সিরামটির কাজ এবং কোন কোন সমস্যাকে টার্গেট করছে তা খুব সুন্দর করে লিখে দেয়া আছে।

 

প্রাইজ

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% বর্তমান মুল্য ৭৫০ টাকা। তবে আমি সাজগোজের অ্যাপ থেকে অর্ডার করায় ৫% ডিসকাউন্ট এবং ফেসবুকে সাজগোজ ইনসাইডার গ্রুপে অ্যাড থাকায় আরও ১০% অর্থাৎ সব মিলিয়ে ১৫% ডিসকাউন্ট পেয়েছি। এতে শেষ পর্যন্ত টোটাল বিল পড়েছে ৬৪১ টাকা। রেগুলার ইউজের জন্যে এটি খুব বেশিই কনভেনিয়েন্ট মনে হয়েছে সব দিক থেকেই।

 

 

 

কী কী আছে ইনগ্রেডিয়েন্ট লিস্টে?

যেকোন প্রোডাক্ট কেনার আগে অবশ্যই তার মাঝে কী কী ইনগ্রেডিয়েন্ট আছে তা দেখে নিতে হয়। চলুন এক নজরে দেখে নেয়া যাক, কী কী থাকছে লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% এর ইনগ্রেডিয়েন্ট লিস্টে।

 

১) অ্যাকোয়া (Aqua)

 

২) নিয়াসিনামাইড (Niacinamide)

 

৩) সোডিয়াম পিসিএ (Sodium PCA)

 

৪) সোডিয়াম হায়ালুরোনেট (Sodium Hyaluronate)

 

৫) প্রোপেনিডিয়ল (Propanediol)

 

৬) অ্যালো বার্বাডেন্সিস পাতার রস (Aloe Barbadensis leaf juice)

 

৭) এইচপিএমসি (HPMC)

 

৮) ফেনোক্সেথানল (Phenoxyethanol)

 

৯) সোডিয়াম বেনজোয়াট (Sodium Benzoate)

 

১০) সোডিয়াম হাইড্রোক্সাইড (Sodium Hydroxide)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.