শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন নিতে কোন প্রোডাক্ট ব্যবহার করবেন?
শীত শুরু হওয়ার সাথে সাথেই আমরা খুঁজতে থাকি এমন প্রোডাক্ট, যা দিয়েই করা যায় পুরো শীতের স্কিনকেয়ার। ভালো মানের প্রোডাক্ট খোঁজার পাশাপাশি আমরা চাই প্রোডাক্টগুলো যেন বাজেট-ফ্রেন্ডলিও হয়। তাই আজকে আপনাদের জানাবো, কীভাবে মাত্র ৯৯৯ টাকারও কমে করতে পারবেন পুরো শীতের কেনাকাটা।
ফেইস ক্রিম
ছোটবেলা থেকে স্কিনকেয়ার টার্মের সাথে আমাদের পরিচয় না থাকলেও বাসায় শীতের দিনে ফেইস ক্রিম হিসেবে কিছু না কিছু তো অবশ্যই দেখেছেন। যদি বলা হয় কোনটা দেখেছেন? তবে অনেকের উত্তরই হবে গাঁড় নীল কৌটায় সাদা লেখার সেই ফেইস ক্রিমটি। বুঝে ফেলছেন নিশ্চয়ই কোন ক্রিমের কথা বলছি? বলছিলাম, Nivea ফেইস ক্রিমের কথা।
যুগ যুগ ধরে ফেইস ক্রিম হিসেবে এটির ব্যবহার হয়ে আসছে। শীতে এই ক্রিমটি খুবই ভালো একটি ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। শীতকালে গোসলের পরপর ত্বক খুব টানটান হয়ে পড়ে। এসময় যদি আমরা ফেইস ক্রিম দিয়ে স্কিনের ময়েশ্চারাইজারকে লক করে দেই তাহলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। নিভিয়ার এই ক্রিমটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তাই যেকোনো বয়সে এই ফেইস ক্রিমটি পরিবারের ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারবেন।
এই ফেইস ক্রিমটির রেগুলার প্রাইস ৩০০ টাকা। কিন্তু সাজগোজ এ উইন্টার সেলে পেয়ে যাবেন মাত্র ১৯৯ টাকায়।এইতো গেল ফেইস ক্রিম। এবার আশা যাক, বডি লোশনে।
বডি লোশন
শীতে মুখের ত্বকের মতই শরীরের অন্যান্য অংশও শুষ্ক হয়ে পড়ে। অনেক সময়ই দেখা যায়, হাত কিংবা পা এ কেমন সাদা সাদা হয়ে উষ্কখুষ্ক হয়ে আছে। অনেকের আবার এ সময় ত্বকে চামড়া ওঠা শুরু করে। এসব সমস্যার সমাধান হতে পারে ভালো একটি বডি লোশন।
বাজেট ফ্রেন্ডলি এমনই একটি ময়েশ্চারাইজার হলো- রাজকন্যা ব্রাইটেনিং বডি লোশন। এতে আছে আলফা আরবুটিন, ভিটামিন-ই এবং বেদানার নির্যাস। আলফা আরবুটিন দাগ এবং পিগমেন্টেশন কমাতে দারুণ কার্যকরী। এছাড়া ত্বকের সান বার্ন বা রোদে পোড়া ভাব দূর করতে কাজ করে এই উপাদানটি। এতে থাকা ভিটামিন-ই ত্বককে করে সফট, হেলদি এবং ময়েশ্চারাইজড। আর এই বডি লোশনটিতে থাকা বেদানার নির্যাস ত্বকের অ্যান্টি এজিং এ কাজ করে আর ত্বককে সূর্যের ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় এবং প্রাকৃতিক ভাবে ত্বককে করে উজ্জ্বল। এ বডি লোশনটি খুবই লাইট ওয়েট। এবং সকল ধরনের ত্বকের জন্য উপযোগী। আর লাইট ওয়েট হওয়ায় ত্বকে খুব সুন্দর করে এবসরভ হয়ে যায় এবং চিটচিটে ভাবটা থাকেনা।
আর ফেইসের তুলনায় বডির জন্য একটু বেশি পরিমাণে ময়েশ্চারাইজার দরকার। কেননা মুখের ত্বকের চেয়ে আমাদের বডি বেশি ড্রাই হয়ে পড়ে। আর রাজকন্যা ব্রাইটেনিং বডি লোশনটির দাম অনুযায়ী পরিমাণ বেশ ভালো, এর নেট ওয়েট ৩৮০ মিলিগ্রাম। যা আপনি অনায়াসেই ১/২ মাস ব্যবহার করতে পারবেন। আর এর দাম মাত্র ৫২০ টাকা, যা পরিমাণ ও কার্যকারিতা অনুযায়ী খুবই রিজেনেবল।