‘পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা…’
- মকর সংক্রান্তিতে দেশ জুড়ে উৎসব। কেউ গঙ্গাস্নানে তো কেউ মহাকুম্ভে। কেউ লহরীর উৎসবে তো কেউ ঘুড়ি ওড়ানোর আনন্দে। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার মেতে উঠলেন ঘুড়ি-লাটাইতেই। ‘ভূত বাংলা’র শুটিংয়ের ফাঁকে অক্ষয় ওড়ালেন ঘুড়ি আর পরেশ রাওয়াল ধরলেন লাটাই। রাজস্থানে জয়পুরেই দেখা গেল এই দৃশ্য। ঘুড়ি ওড়াতে গিয়ে বেশ নস্ট্যালজিক বলিউড তারকারা। ঘুড়ি ওড়ানোর সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে দিতেই ভাইরাল।