খেলা

১২টি চার ও ৭টি ছয়ে ৮০ বলে ১৩৫ রান করেন স্মৃতি মান্ধানা

রাজকোটে যেন সাইক্লোন, টর্নেডো বয়ে গেল। মেয়েদের এক ম্যাচেই একাধিক রেকর্ড। ১২টি চার ও ৭টি ছয়ে ৮০ বলে ১৩৫ রান করেন স্মৃতি মান্ধানা। অন্যদিকে প্রতীকা রাওয়াল একদিনের ক্রিকেটে কেরিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১২৯ বলে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তারমধ্যে রয়েছে ২০টি বাউন্ডারি এবং একটি ছক্কা। একনজরে দেখে নিন কী কী রেকর্ড হল।

 

* স্মৃতি মান্ধানা সেঞ্চুরি পেয়েছেন ৭০ বলে। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে এটা দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডটি ছিল হরমনপ্রীত কৌরের। ২০২৪ সালে। বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৮৭ বলে।

 

* স্মৃতির সেঞ্চুরির সংখ্যা এখন ১০। প্রথম এশিয়ান ক্রিকেটার সেই নিরিখে। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

 

* দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ডে দুইয়ে উঠে এলেন মান্ধানা। ১৪ ছক্কা মেরে এই তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

 

* প্রতীকা রাওয়ালও নজির গড়েন। দীপ্তি শর্মা ও হরমনপ্রীত কৌরের পরে মহিলাদের ওয়ানডেতে ১৫০ রানের মাইলফলক অতিক্রম করা মাত্র তৃতীয় ভারতীয় খেলোয়াড় তিনিই।

 

* রাওয়াল ৪০, ৭৬, ১৮, ৮৯, ৬৭ ও ১৫৪ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লট এডওয়ার্ডসের ওয়ানডেতে প্রথম ছয় ইনিংসে ৪৩৪ রানের রেকর্ড ভেঙেছেন। প্রতীকা রাওয়াল করেছেন ৪৪৪ রান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.