বাংলাদেশে রাফিয়াত রশিদ মিথিলা, ‘প্রাক্তন’ ঋতাভরী চক্রবর্তীকে বুকে জড়িয়েই সৃজিত লিখলেন, ‘অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’ আর তাতেই শোরগোল নেটদুনিয়ায়। বহুবছর পর আবারও কাছাকাছি সৃজিত এবং ঋতাভরী। এক সময় পরিচালক-অভিনেত্রীর প্রেমের সম্পর্ক নিয়ে কম গুঞ্জন ছড়ায়নি নেটমহলে। তবে ইন্ডাস্ট্রির ফিসফাস, একই অবস্থাতেই রয়েগিয়েছে বহুকাল আগে। জানা যায়, একে অপরের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বে খামতি আনতে দেননি উভয় পক্ষই। অতীতের প্রেমের সম্পর্ক ভুলে আবারও কাছাকাছি এলেন তাঁরা। একে অপরকে জড়িয়ে ধরে, হাসিমুখে ছবি তুলে সমাজধ্যমে বিশেষ পোস্ট দিলেন সৃজিত মুখোপাধ্যায়। নেপথ্যে পরিচালক কবীর সুমনের ‘কেমন আছো’ গান! ক্যাপশনে সৃজিত লিখলেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো?
অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’