স্কিন কেয়ার জুড়ে থাকুক ভিটামিন সি
আমাদের মধ্যে অনেকেরই ভিটামিন সি যুক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার ইচ্ছা থাকলেও, নানা রকম কনফিউশন থাকার কারণে স্কিন কেয়ার রুটিনে তা যোগ করছি না। কিন্তু কেমন হয় যদি দিনের শুরু থেকে শেষটা জুড়েই ভিটামিন সি ব্যবহার করা যায় নিশ্চিন্তে? তাই আজকে আমরা জানবো, এই সময়ে সবার খুব পছন্দের একটি ব্র্যান্ড “Zayn & Myza” এর “ব্রাইট মি আপ” ভিটামিন সি রেঞ্জ নিয়ে। এতে থাকা প্রোডাক্টগুলো নিয়ে জানার আগে চলুন জেনে নেই, স্কিনকে হেলদি এবং ব্রাইট করতে “ভিটামিন সি” কীভাবে কাজ করে সেটা নিয়ে। তাহলে শুরু করা যাক!
ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ভিটামিন সি কীভাবে কাজ করে?
একটি কমলালেবু ফালি নিয়ে দাঁড়িয়ে আছেন একজন
১) ভিটামিন সি আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনকে উদ্দীপিত করে, যা ত্বকের ফাইন লাইনস বা রিংকেলস কমিয়ে দেয়।
২) আমাদের স্কিনে যে মেলানিনের প্রোডাকশন হয় সেটা কন্ট্রোল করতে ভিটামিন সি এর জুড়ি নেই।
৩) পাশাপাশি, ভিটামিন সি আমাদের ত্বকের হাইপার পিগমেন্টেশন ও বিভিন্ন দাগ দূর করে। আনইভেন স্কিনটোনকে ইভেন করে।
৪) সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের ত্বকে যে ক্ষতি হয়, তা রিপেয়ার করতে সাহায্য করে।
৫) ত্বকের রুক্ষতা বা ডালনেস দূর করে ত্বককে করে প্রাণবন্ত ও উজ্জ্বল।
“ব্রাইট মি আপ” ভিটামিন সি রেঞ্জ দিয়ে ত্বকের যত্ন
স্কিন কেয়ার রুটিনে যাদের ভিটামিন সি খুবই পছন্দের একটি ইনগ্রেডিয়েন্ট, তাদের জন্যে Zayn & Myza এর “ব্রাইট মি আপ” কনসেপ্টটি হতে পারে চমৎকার একটি সল্যুশন। কীভাবে? চলুন জেনে নেয়া যাক।
“ব্রাইট মি আপ” ভিটামিন সি রেঞ্জটি স্মল মলিকিউল ফর্মুলায় তৈরি
কী এই স্মল মলিকিউল ফর্মুলা?
খুব সহজ করে বললে, কোন প্রোডাক্ট যদি আসলেও আমাদের স্কিনে ইফেক্টিভ ভাবে কাজ করতে চায় তবে এতে, স্কিন পেনিট্রেশন প্রোপারটির উপস্থিতি থাকা খুবই জরুরী। মাইক্রোস্কোপিক অণুর চেয়ে ছোট এই প্রোপারটিগুলো স্কিনের যত্নে ব্যবহার হওয়া ইনগ্রেডিয়েন্টকে দ্রুত স্কিনের সাথে এডজাস্ট করতে হেল্প করে। পাশাপাশি স্কিনের সমস্যা কমিয়ে কত দ্রুত ইফেক্টিভ রেজাল্ট দিতে পারবে সেটাও ইনসিওর করে। মলিকিউলগুলো যত বড় হবে, স্কিনে এডজাস্ট হতে তত বেশি সময় লাগবে।
Zayn & Myza এর “ব্রাইট মি আপ” ভিটামিন সি রেঞ্জটিতে যেহেতু স্মল মলিকিউল ফর্মুলা রয়েছে, তাই এটি অতি দ্রুত আমাদের স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে স্কিনের সমস্যাকে টার্গেট করে কাজ করে। এর ফলে আমরা খুব দ্রুত স্কিনে একটি ব্রাইট ও হেলদি ইফেক্ট দেখতে পাই। Zayn & Myza এর স্কিন কেয়ার প্রোডাক্টগুলো লো মলিকিউলার ওয়েট দিয়ে তৈরি করা হয়। পাশাপাশি “ব্রাইট মি আপ” ভিটামিন সি রেঞ্জটিতে রয়েছে ৩-ও-এথিল অ্যাসকরবিক অ্যাসিড, যা ভিটামিন সি এর একটি ডেরিভেটিভ। এটি ত্বকের গভীরে প্রবেশ করে এবং ত্বকের স্পেসিফিক সমস্যাকে টার্গেট করে কাজ করে।