প্রথমেই জেনে নেই ডাবল ক্লেনজিং কী?
ডাবল ক্লেনজিং হলো একটি ক্লিনিং মেথড, অয়েল বেইজড ক্লেনজার ও ফোম বেইজড ক্লেনজার দিয়ে ফেইসটাকে প্রোপারলি ক্লিন করার একটি পদ্ধতি। এটা আমাদের স্কিন থেকে মেকআপ, ধুলা-ময়লা, এক্সেস অয়েল পরিষ্কার করতে সাহায্য করে। ডাবল ক্লেনজিংয়ে দুই ধাপে ত্বক পরিষ্কার করা হয়।
বছরের পর বছর তুলতে আমরা শুধু সাবান দিয়েই মুখ ধুয়ে এসেছি, কিন্তু একটু খেয়াল করলেই মনে পরবে যে সাবান ইউজের ফলে আমাদের স্কিন কতটা ড্রাই হয়ে যেত, রাফ লাগতো! অনেকে ব্যবহার করে মেকআপ তুলে তারপরে সাবান বা ফেইস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতো। অনেক তেল আছে, যেগুলো ত্বকের রোমকূপ বা পোরস বন্ধ করে দেয়। এখন স্কিন কেয়ার নিয়ে আমরা সবাই সচেতন। বেসিক্যালি এমন অয়েল বেইজড বা ওয়াটার বেইজড ক্লেনজার ইউজ করতে হবে, যেটা পোর ক্লগড করবে না, বরং ত্বককে গভীর থেকে পরিষ্কার করবে!
কেন প্রয়োজন দুই ধাপে ত্বক পরিষ্কার করার?
আমরা প্রতিদিনই এমন অনেক রকমের মেকআপ প্রোডাক্টস, ময়েশ্চারাইজার ব্যবহার করি, যেগুলোতে অয়েল সল্যুবল ইনগ্রেডিয়েন্টস থাকে। সহজ করে বললে, কিছু উপাদান থাকে যেগুলো পানিতে দ্রবণীয় না! ফলে শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিলে বা ফেইস ওয়াশ ইউজ করতে সেটা কিন্তু পুরোপুরি ত্বককে পরিষ্কার করতে পারে না। সেইক্ষেত্রে ডাবল ক্লেনজিংয়ে একবার অয়েল বেইজড ক্লেনজার এবং পরে ফোম বেইজড ক্লেনজার দিয়ে যখন আপনি মুখ পরিষ্কার করছেন, তখন স্কিনে জমে থাকা ময়লা, এক্সেস সেবাম, ক্রিম এগুলো সবই প্রোপারলি ক্লিন হয়ে যাবে। এতে স্কিনের পোরস ক্লগ হবে না এবং ফ্রেশ দেখাবে।
ডাবল ক্লেনজিং করার নিয়ম
১) প্রথমে অয়েল বেইজড ক্লেনজার দিয়ে মুখে ম্যাসাজ করে নিন। আলতো হাতে ম্যাসাজ করতে হবে। আই মেকআপ, লিপস্টিক চেপে চেপে মুছে নিন। ক্ষেত্রবিশেষে মাইসেলার ওয়াটার বা মেকআপ রিমুভিং ক্লেনজিং অয়েলও ইউজ করতে পারেন। কটন প্যাড ব্যবহার করলে সহজেই মেকআপ রিমুভ করা যাবে।
২) দ্বিতীয় ধাপে সামান্য ফেইস ওয়াশ হাতে নিয়ে ফোম তৈরি করে মুখে ম্যাসাজ করুন। এবার পানির ঝাপটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। ত্বকের ধরন অনুযায়ী যেকোনো জেল, ক্রিম বা ওয়াটার বেইজড ক্লেনজার আপনি সিলেক্ট করতে পারেন। এই দুই ধাপে ক্লেনজিং করলে স্কিন প্রোপারলি ক্লিন হবে, ব্রেক আউটের চান্স থাকবে না, স্কিন সফট ও হেলদি থাকবে।
কতবার করতে হবে?
দৈনিক একবার করলেই যথেষ্ট। প্রয়োজন বুঝে দুইবারও করা যেতে পারে।প্রথম স্টেপে ডাবল ক্লেনজিং করতে বলা হয়, এতে সারাদিনে যে মেকআপ বা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা হয়েছে, সেগুলো রিমুভ হয়ে যাবে। ত্বকে জমে থাকা ধুলো-ময়লা, পল্যুশন, এক্সেস অয়েল এগুলোও ভালোভাবে ক্লিন হবে।