FAQ বেসিক স্কিন কেয়ার
FAQ বেসিক স্কিন কেয়ার
প্রশ্ন ১
দ্বিপিতা নূর আপু জানতে চেয়েছেন, “আমার কপালে প্রচুর বাম্পস হয়, কী করলে রিমুভ হবে বা প্রকোপ কমবে? বয়স ১৫ বছর। স্কিন টাইপ- কম্বিনেশন টু অয়েলি।” সাজগোজ ইনসাইডার গ্রুপ থেকে সংগৃহীত।
উত্তরঃ কপালে বাম্পস হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে মাথায় খুশকি হওয়া। তাই মাথায় যাতে খুশকি না হয় সেদিকে খেয়াল রাখবেন। এছাড়াও আপনি যখন চুলে তেল দিবেন; খেয়াল রাখবেন যে কপালে যেন তেল ছড়িয়ে না পড়ে। আরও কিছু করণীয় হচ্ছে-
১/ ফেইস ক্লিন করার পর ফেইসে থাকা পানি মুছতে চাইলে টিস্যু কিংবা আলাদা তোয়ালে ব্যবহার করুন।
২/ বালিশের কাভার ২-৩ দিন পর পর চেইঞ্জ করবেন।
৩/ পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং সবুজ সবজি, ভিটামিন সি জাতীয় ফল খাবেন। কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমাবেন।
৪/ পোরস ক্লিন রাখার জন্য সপ্তাহে ১-২ দিন স্ক্রাব ব্যবহার করুন। এক্ষেত্রে, লাইলাক ব্রাইটেনিং স্ক্রাব (Lilac Brightening Scrub) সাজেস্ট করবো। কারণ এই স্ক্রাবের দানাগুলো খুবই ছোট তাই স্কিনে মোটেও হার্শ ফিল হয়না। কোনধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়না!
৫/ রাতে ঘুমানোর পূর্বে আপনার স্কিনে স্যুইটেবল ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। স্কিন যথেষ্ট ময়েশ্চারাইজড থাকলে; অতিরিক্ত সিবাম প্রোডাকশন হবে না ফলে, স্কিনের অয়েলিনেস কমবে এছাড়াও পোরস ক্লগ হয়ে বাম্পস হওয়ার প্রকোপ কমে যাবে অনেকটাই!
৬/ টি ট্রি অয়েলে অ্যালার্জি না থাকলে একটি কটন প্যাডে ৩-৪ ড্রপ টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল নিয়ে কপালে ড্যাব করে অ্যাপ্লাই করবেন।
প্রশ্ন ২
মালেকা আক্তার আপু জানতে চেয়েছন “সানস্ক্রিন লাগানোর পর ময়েশ্চারাইজার লাগাবো? আর কতটুক পরিমাণে সানস্ক্রিন লাগাবো? একবার লাগালেই চলবে? ” সাজগোজ ইউটিউব চ্যানেল থেকে সংগৃহীত।
উত্তরঃ সানস্ক্রিন অ্যাপ্লাই করলেও ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তবে ময়েশ্চারাইজার সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের পূর্বে অ্যাপ্লাই করতে হবে। পরে নয়! সানস্ক্রিন আপনাকে সানবার্ন এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেকশন দিবে। অপরদিকে, ময়েশ্চারাইজার আপনার স্কিনকে ময়েশ্চারাইজড করতে হেল্প করে।